কাঠের খাট-উত্তরে মাথা! সেক্স লাইফ ভালো যাচ্ছে তো?
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
advertisement
1/8

যৌনজীবন ভালো না হলে বিবাহিত জীবনেও তার প্রভাব পড়ে৷ বহু বিবাহ স্রেফ এই কারণেই ভেঙে যায়৷ অস্বীকারের উপায় নেই, যে কোনও মানুষের জীবনেই যৌনতা একটি অতি স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া৷
advertisement
2/8
অনেক সময় দেখা যায়, বিয়ের পর যে সেক্সুয়াল খিদে থাকে, ক্রমেই তা দ্রুত কমে যায়৷ এ ক্ষেত্রে কিন্তু বাস্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়৷ আপনি হয়তো ব্যাপারটা উড়িয়ে দিচ্ছেন, কিংবা হাসছেন, ঘর সাজানোর উপরেও কিন্তু যৌন জীবন প্রভাব ফেলে৷ কারণ, ঘরে নেগেটিভ এনার্জি থাকলে, সেক্স লাইফ খারাপ হয়৷
advertisement
3/8
তাই বাস্তুতে ছোট কিছু পরিবর্তনে যৌনজীবন অচিরেই সুখের হয়ে ওঠে৷ বাস্তু বিশেষজ্ঞরা বলছেন, যে খাটে শোবেন, তা যেন কাঠের হয়৷ কোনও ধাতুর খাট সঙ্গী বা সঙ্গিনীর মনে নেগেটিভ এনার্জি তৈরি করে৷
advertisement
4/8
দক্ষিণে মাথা করে শোওয়া উচিত৷ শুধু সেক্স লাইফ নয়, উত্তরে মাথা করে শুলে সার্বিক ভাবেই শরীর সুস্থ থাকে৷ কারণ, দিকের চৌম্বকীয় টান শরীরে প্রভাব ফেলে৷ প্রভাব পড়ে যৌন জীবনেও৷ উত্তরে মাথা করে না শোওয়াই ভালো৷
advertisement
5/8
পশ্চিমে মাথা করে শুলেও ভালো৷ নর্মাল সেক্স লাইফের জন্য পশ্চিম দিক ভালো৷
advertisement
6/8
পূর্বে যে দম্পতি মাথা রেখে শোন, তা হলে বুঝতে হবে, তাঁদের মধ্যে একজনের যৌনইচ্ছে প্রবল৷ আরেকজন অবসাদগ্রস্ত৷
advertisement
7/8
বিছানার একদিক দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে রাখা দরকার৷ এতে সম্পর্ক আরও ভালো হয়৷
advertisement
8/8
তবে খাটটি যে দেওয়ালে ঠেকানো আছে, সে দিকে যেন কোনও জানলা না-থাকে৷ বাস্তুকাররা বলেন, জানলা থাকলে বিবাহবহির্ভূত সম্পর্ক তৈরি হওয়ার প্রবণতা তৈরি হয়৷