Vastu Tips 2024: বাড়িতে কোন গাছ পুঁতলে সৌভাগ্য আর কোন গাছ থাকা অশুভ জানেন? রইল বাস্তু টিপস
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Vastu Tips 2024: বাইরে গাছ লাগানোর পাশাপাশি আপনি ঘরেও রাখতে পারেন গাছ। ছোট ছোট টবে, ঘরে-বারান্দায়-ছাদে বাগান করতে পারেন।
advertisement
1/8

গাছ লাগানো খুবই উপকারী। মানবজাতির বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজনীয় কাজ বৃক্ষরোপণ। বাইরে গাছ লাগানোর পাশাপাশি আপনি ঘরেও রাখতে পারেন গাছ। ছোট ছোট টবে, ঘরে-বারান্দায়-ছাদে বাগান করতে পারেন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
2/8
বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে চারা গাছ রোপণ করা খুবই শুভ। বেশিরভাগ মানুষই জানেন যে, বাড়িতে মানি প্ল্যান্ট রাখলে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ে। কিন্তু জানেন কি মানিপ্লান্ট ছাড়াও অনেক গাছ রয়েছে যেগুলি বাস্তুমতে ঘরে রাখলে অর্থের অভাব হয় না।
advertisement
3/8
বাড়িতে যে সমস্ত ফলের গাছ পোঁতা শুভ তা আগে জানুন। এর মধ্যে রয়েছে আমলকি, পেয়ারা, বেদানা, পেপে, কলা, নারকেল, কিউয়ি এবং কমলালেবু। এই সব গাছ যদি আপনি নিজের বাড়িতে পোঁতেন তবে তার শুভ প্রভাব নিশ্চয় আপনার সংসারের উপর লক্ষ্য করা যাবে।
advertisement
4/8
এমন কিছু কিছু ফলের গাছ আছে যেগুলি বাড়িতে রাখা শুভ নয়। জেনে নিন বাড়িতে যে সব ফলের গাছে পোঁতা ঠিক নয়, সেগুলি হল - তাল, খেজুর এবং আনারস। বাস্তু অনুসারে এই তিন গাছ বাড়িতে থাকলে তা সংসারে অশান্তি ও দুর্ভোগ নিয়ে আসে।
advertisement
5/8
লজ্জাবতী গাছকে বাস্তুমতে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে, এটি ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে। এই গাছটি ঘরকে ইতিবাচকতায় ভরিয়ে দেয়।
advertisement
6/8
স্নেক প্ল্যান্টও একটি শুভ উদ্ভিদ বলে মনে করা হয়। এটি ঘরে বসালে শুধু ঘরের সৌন্দর্যই বাড়ে না, বাতাসও বিশুদ্ধ হয়।
advertisement
7/8
বাগান বা বাড়ির সামনে কুমড়ো গাছ লাগালে জীবনে কখনও অর্থাভাব হবে না। বাড়ির সামনে এই গাছ লাগানোর আরও অনেক উপকারিতা রয়েছে।
advertisement
8/8
বাড়ির সামনে এই গাছ লাগানো সময় মনে রাখবেন যে, এটি যেন বাড়ির দক্ষিণ-পশ্চিমে রোপণ না করা হয়। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Vastu Tips 2024: বাড়িতে কোন গাছ পুঁতলে সৌভাগ্য আর কোন গাছ থাকা অশুভ জানেন? রইল বাস্তু টিপস