TRENDING:

Varun Dhawan Grooming Tips: টান টান দেহ আর ঝলমলে ত্বক! এই টিপস মেনে চললে বরুণ ধাওয়ানের মতো ঝলমলিয়ে উঠবেন আপনিও!

Last Updated:
Varun Dhawan: যেটা অবিকল এক থেকে গিয়েছে সেটা বরুণের সৌন্দর্য আর টোনড বডি। শরীরের যত্নে কোনও খামতি রাখেন না বরুণ।
advertisement
1/8
সুঠাম দেহ আর উজ্জ্বল ত্বক! এই টিপস মেনে চললে বরুণ ধাওয়ানের মতো জেল্লা হবে আপনারও
কেরিয়ার শুরু করেছিলেন করণ জোহরের (Karan Johar) হাত ধরে, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ (Student of The Year) দিয়ে। প্রথম ছবিতেই সবার নজর কাড়েন। কিন্তু বরুণ ধাওয়ান (Varun Dhawan) সাফল্য পান 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া' (Humpty Sharma Ki Dulhania) ছবির পর থেকে। তবে হ্যাঁ, তবে ২০১৫ সালে শ্রীরাম রাঘবনের (Sriram Raghavan) 'বদলাপুর' (Badlapur) ছবিই তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। নেক্সট ডোর বয়, চকোলেট বয়ের রোম্যান্টির হিরোর ইমেজ ঝেড়ে ফেল বরুণ হয়ে ওঠেন ডার্ক হিরো।
advertisement
2/8
অভিনেতা হিসেবে নিজেকে প্রতিনিয়ত ভেঙেছেন বরুণ। মানসিক ও শারীরিক দুভাবেই। প্রতিটি চরিত্রেই নিজেকে হাজির করেছেন অন্য লুকে। তবে যেটা অবিকল এক থেকে গিয়েছে সেটা বরুণের সৌন্দর্য আর টোনড বডি। শরীরের যত্নে কোনও খামতি রাখেন না বরুণ। নিয়মিত জিম যান, শরীর চর্চা করেন। একইভাবে ত্বকচর্চাতেও ফাঁক রাখেন না ধাওয়ানপুত্র। এখানে বরুণের রূপচর্চার সেই সব গোপন রহস্যের ঝাঁপি খোলা হল।
advertisement
3/8
প্রচুর জলপান: সারাদিনই শুটিংয়ে ব্যস্ত থাকেন বরুণ। কিন্তু জল খেতে ভোলেন না। ইন্ডোর হোক কিংবা আউটডোর, প্রতিদিন প্রচুর জল খান বরুণ। এতে শরীরের টক্সিন বেরিয়ে যায়। ত্বককে দেয় আলাদা ঔজ্জ্বল্য।
advertisement
4/8
মুলতানি মাটি: আজ্ঞে হ্যাঁ। বিশ্বাস না করলেও এটাই সত্যি। মেয়েদের রূপচর্চায় মুলতানি মাটি মাস্ট। বরুণের ত্বকের ঔজ্জ্বল্যের গোপন কথা এটাই। ত্বকে প্রাকৃতিক আভা আনতে সপ্তাহে অন্তত ২ বার মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহার করেন অভিনেতা।
advertisement
5/8
অ্যালোভেরা: মুখের জেল্লা বৃদ্ধিতে, মসৃণ ও নরম রাখতে অ্যালোভেরা জেলের বিকল্প নেই। বকের গভীরে গিয়ে ভিটামিন ও খনিজের পুষ্টি যোগান দেয়। বরুণ নিয়মিত ব্যবহার করেন এই জেল। অভিনেতার নিজের মতে, তাঁর উজ্জ্বল ত্বকের জন্য অ্যালোভেরা জেলকেই ধন্যবাদ দেওয়া উচিত।
advertisement
6/8
ডাবের জল: গরমকালে ডাবের জল পেট ঠান্ডা করে। ত্বকের যত্নেও এর জুড়ি নেই। তবে শুধু গরমকাল নয়, ত্বককে হাইড্রেটেড রাখতে সারা বছরই ডাবের জলে ভরসা রাখেন বরুণ।
advertisement
7/8
ফেসওয়াশ ময়েশ্চারাইজার: ফেসওয়াশ ধুয়ে মুখ ধোয়া বরুণের অভ্যাস। সঙ্গে ব্যবহার করেন ময়েশ্চারাইজার। এই দুটো তাঁর বিউটি রুটিনের অত্যাবশ্যক পণ্য।
advertisement
8/8
ঘুম: ঘুমোতে কে না ভালোবাসে। চিকিৎসকরা বলেন, প্রাপ্তবয়স্কদের জন্য দিনে ৮ ঘণ্টা ঘুম জরুরি। তবে এতে শুধু স্বাস্থ্য নয়। ত্বকও ভালো থাকে। বরুণ মনে করেন, নির্বিঘ্নে ১০ থেকে ১২ ঘণ্টা ঘুম ত্বকের স্বাস্থ্যের জন্য জরুরি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Varun Dhawan Grooming Tips: টান টান দেহ আর ঝলমলে ত্বক! এই টিপস মেনে চললে বরুণ ধাওয়ানের মতো ঝলমলিয়ে উঠবেন আপনিও!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল