Santiniketan: শান্তিনিকেতনে তো এতবার গেছেন? এখানে না গেলেই মিস! পুজোর ছুটিতে ঘুরে আসুন কবিগুরুর প্রিয় জায়গা থেকে
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Souvik Roy
Last Updated:
Santiniketan: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুর শান্তিনিকেতন এসে এই কয়েকটি জায়গায় না ঘুরলে মিস করবেন।
advertisement
1/5

মনের মধ্যে আনন্দে, দুঃখে, রাগে, অভিমানে যে মানুষটি বাঙালির সবচেয়ে কাছের মানুষ যার কবিতা এবং গান মুগ্ধ করে সকলকে তাঁর প্রিয় স্থান শান্তিনিকেতন যে একটি আবেগের জায়গা সেটা আর বলার অপেক্ষা রাখে না। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই স্থানে তাঁর সংস্পর্শ ছাড়াও রয়েছে আরও অনেক আকর্ষণ। আদিবাসী মানুষদের সঙ্গ, বাউল সংগীত, সুস্বাদু নানান খাবার, আদিবাসীদের নিজের হাতে তৈরি নানা হস্তশিল্পের নিদর্শন, কোপাই নদীর ধার, সোনাঝুরির জঙ্গল সব মিলিয়ে শান্তিনিকতেন সবসময়ই পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি জায়গা।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/5
আরে বোলপুর শান্তিনিকেতন এই রয়েছে বেশ কয়েকটি দেখার জায়গা। যেমন রয়েছে উত্তরায়ণ কমপ্লেক্স। মোট পাঁচটি ভবন নিয়ে তৈরি হয়েছে এই উত্তরায়ণ। সেগুলি হল উদয়ন, কোণার্ক, শ্যামলী, পুনশ্চ এবং উদিচি। মতাত্মা গান্ধী শান্তিনিকেতনে গেলে থাকতেন শ্যামলীতে। বাকি ভবনগুলি কবি বিভিন্ন সময় বাস করেছেন। প্রতিটি ঘরে রয়েছে কবির স্মৃতি বিজড়িত এবং ব্যবহৃত নানা জিনিসপত্র। তাই এই জায়গা থেকে ঘুরে আসতে পারেন অবশ্যই।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
3/5
আর বোলপুর শান্তিনিকেতন গেলে ভ্রমণপিপাসু বাঙালিরা বাউল গান শুনবেন না সেটা কী হতে পারে! বোলপুর শান্তিনিকেতনের বিভিন্ন ছোট বড় রিসোর্টে রিসোর্ট মালিকেরা বাউল গানের আয়োজন করে থাকেন পর্যটকদের জন্য। আবার অন্যদিকে আপনি যদি সোনাঝুড়ি হাট যান সেখানে গেলেও আপনি বাউল গানের তালের সঙ্গে তাল মিলিয়ে আদিবাসী নৃত্য করতে পারবেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/5
এর পাশাপাশি রয়েছে সৃজনী শিল্পগ্রাম। বাংলার সাবেকি মাটির বাড়ি খড়ের চাল দেখতে পাবেন এখানে। খেত, লাঙল, গরু, কামার, কুমোর, কুয়ো সবই পাবেন এখানে। বাংলার আদর্শ গ্রামের এক প্রকৃষ্ট উদাহরণ এটি। গ্রামের মাটির বাড়ির দেওয়ালে পোড়ামাটির কাজ করা বহু ছবি এবং নকশা মুগ্ধ করবে।ছবি ও তথ্য; সৌভিক রায়
advertisement
5/5
এবার প্রশ্ন আপনি এই বোলপুর শান্তিনিকেতন পৌছাবেন কিভাবে? কলকাতা থেকে বোলপুর শান্তিনিকেতনের দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটারের কাছাকাছি। আপনি কলকাতা হাওড়া অথবা শিয়ালদা স্টেশন থেকে বীরভূমের রামপুরহাটগামী যে কোনও ট্রেন ধরে পৌঁছে যেতে পারেন এই বোলপুর শান্তিনিকেতন। বোলপুর স্টেশন পৌঁছে আপনি সেখান থেকে টোটো ভাড়া করে গোটা শান্তিনিকেতন ঘুরে আসতে পারবেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Santiniketan: শান্তিনিকেতনে তো এতবার গেছেন? এখানে না গেলেই মিস! পুজোর ছুটিতে ঘুরে আসুন কবিগুরুর প্রিয় জায়গা থেকে