Valentines Day 2024: প্রেম ভেঙে চুরমার! ভালবাসার দিনে ভুলেও এই উপহারগুলি দেবেন না মনের মানুষকে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Valentines Day 2024: উপহার দেওয়ার আগে সতর্ক হতে হবে। কারণ কিছু কিছু উপহার দিলে সম্পর্কে তিক্ততা ও বিচ্ছেদ আসতে পারে বলে মনে করা হয়।
advertisement
1/8

ভ্যালেন্টাইন্স ডে বা ভ্যালেন্টাইন্স উইক কাটানোর অন্যতম অঙ্গ হল উপহার দেওয়া। মনের মানুষকে উপহার দিতে এবং প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে ভাল লাগে সকলেরই।
advertisement
2/8
তবে সব উপহার দেওয়া যায় না। কিছু উপহার দেওয়ার আগে সতর্ক হতে হবে। বলছেন বাস্তু বিশেষজ্ঞ রবিরাজ অহীররাও । কারণ কিছু কিছু উপহার দিলে সম্পর্কে তিক্ততা ও বিচ্ছেদ আসতে পারে বলে মনে করা হয়।
advertisement
3/8
রুমাল ও কলম: এই দুই উপহারে আদতে ক্ষতি ডেকে আনবে প্রেমিক বা প্রেমিকার। জীবনে আর্থিক ক্ষতি আসতে পারে। ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে পারেন। বাড়তে পারে সম্পর্কের তিক্ততা।
advertisement
4/8
কালো রঙকে অনেক সময়েই অশুভ বলে মনে করা হয়। অনেকেই শুভ অনুষ্ঠানে কালো রঙের পোশাক পরেন না। তাই উপহারে কালো রং না থাকাই বাঞ্ছনীয়।
advertisement
5/8
আধুনিক সময়ে জুতো উপহার হিসেবে ফ্যাশনেবল বা ইন হলেও এড়িয়ে চলাই শ্রেয়। কারণ বাস্তু মতে জুতো বিচ্ছেদ ও ফাটলের দিকে ইঙ্গিত করে।
advertisement
6/8
কর্মক্ষেত্রে মনের মানুষের উন্নতি চাইলে প্রেমের দিনে ঘড়ি উপহার দেবেন না। কারণ বাস্তু মতে ঘড়ি উপহার দিলে উন্নতি থমকে যেতে পারে।
advertisement
7/8
শুনতে আশ্চর্য লাগলেও তথাকথিত রোম্যান্টিক উপহার বলে পরিচিত পারফিউম বা সুগন্ধি দেবেন না। কারণ এই উপহার দূরত্ব তৈরি করে নৈকট্য নষ্ট করতে পারে।
advertisement
8/8
সুগন্ধির মতো উপহারের তালিকা থেকে বাদ রাখুন ওয়াইন এবং ফলের রসকেও। এর ফলেও আপনার সম্পর্কের মিষ্টত্ব নষ্ট হতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Valentines Day 2024: প্রেম ভেঙে চুরমার! ভালবাসার দিনে ভুলেও এই উপহারগুলি দেবেন না মনের মানুষকে