Valentines Day 2023: আরও রোম্যান্টিক হয়ে যাবে পার্টনার! কিস ডে-তে চট করে পাঠিয়ে দিন এইসব ইমোজি
- Published by:Sayani Rana
- trending desk
Last Updated:
কখনও প্রেমিকার ঠোঁটের রঙে রাঙা খাম বয়ে নিয়ে যেত চুমু। দিন বদলে গিয়েছে অনেকখানি। চুমু এখন যায় টেক্সট মেসেজের ইমোজি হয়ে। বিশ্বে বোধহয় সব থেকে বেশি ব্যবহৃত ইমোজিগুলির মধ্যে একটি এই কিস ইমোজি।
advertisement
1/7

এমন একটা সময় ছিল যখন মানুষ প্রেমে পড়লেই খাতা-কলম নিয়ে বসে পড়ত। প্রেমাস্পদের সামনে বলতে না পারা সমস্ত কথা ঝরে পড়ত কাগজের উপর। কালির আঁচড়ে বোনা সে চিঠি তারপর চলে যেত নির্দিষ্ট গন্তব্যে।
advertisement
2/7
সে চিঠির উপর কখনও কখনও ঝরে পড়ত দু’ফোঁটা চোখের জল, কখনও প্রেমিকার ঠোঁটের রঙে রাঙা খাম বয়ে নিয়ে যেত চুম্বন। দিন বদলে গিয়েছে অনেকখানি। চুমু এখন যায় টেক্সট মেসেজের ইমোজি হয়ে। বিশ্বে বোধহয় সব থেকে বেশি ব্যবহৃত ইমোজিগুলির মধ্যে একটি এই কিস ইমোজি।
advertisement
3/7
একটি গোল মুখ যার একটি চোখ বন্ধ হয়ে গিয়েছে আবেশে, ঠোঁট দু’খানি ছুড়ে দিতে চাইছে একটি চুম্বন। উড়ে যাচ্ছে একটি রক্তির হৃদয় চিহ্ন এটি আসলে একটি ফেস ব্লোয়িং কিস। এমন ইমোজি আমরা প্রায়ই পাঠিয়ে থাকি নিজেদের পছন্দের মানুষকে। অন্য সব চুম্বন ইমোজির থেকে এটির কদর বেশি।
advertisement
4/7
কারণ এর মধ্যে রয়েছে অসম্ভব রোমান্টিক ইঙ্গিত। ফলে ভালোবাসা জাহির করতে এর জুড়ি মেলা ভার। আসলে একদিকে চুমু, অন্য দিকে, উড়ন্ত হৃদয়ের চিহ্ন নিয়ে এই ইমোজি-টি অনায়াসে বহন করে নিয়ে যায় হৃদয়াবেগ। অন্য চুম্বন ইমোজিগুলির থেকে এটি আলাদা। জেনে নেওয়া যাক কয়েকটি বিষয়—
advertisement
5/7
সর্বাধিক ব্যবহার মানুষ এই ইমোজি-টি সব থেকে বেশি ব্যবহার করে ভালোবাসার মানুষের কাছে নিজকে উদ্ঘাটন করার সময়। ধন্যবাদ জানানো বা শুভরাত্রি বলার সময়ও এই ইমোজির ব্যবহার হয়ে থাকে। আবার উচ্ছ্বসিত আবাগে বা উদযাপনেও এই ইমোজি ব্যবহার করা যেতে পারে, যদি সঙ্গে থাকে এই ইমোজি।
advertisement
6/7
কম্বিনেশন ফেস ব্লোয়িং কিস ইমোজির সঙ্গে যদি একটি লাল হার্ট ইমোটিকন দিয়ে দেওয়া যায় তবে তা ভালোবাসার প্রকাশ হিসেবে দেখা যেতেই পারে।
advertisement
7/7
সাধারণ একটি চুমুর ইমোজির সঙ্গে হার্ট চিহ্ন দিয়ে তার সঙ্গে এই বিশেষ চুমুর ইমোজি দিলে তা ভালোবাসি বলারই সমার্থক। গোল মুখের তলায় দু’হাত বাড়ানো ইমোজি-টির পাশে এই ইমোজি বসালে তা আলিঙ্গন ও চুম্বন বোঝায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Valentines Day 2023: আরও রোম্যান্টিক হয়ে যাবে পার্টনার! কিস ডে-তে চট করে পাঠিয়ে দিন এইসব ইমোজি