Valentines Day 2023: ভ্যালেন্টাইন্স ডে-তে এই সহজ হেয়ার স্টাইলে চোখ ধাঁধিয়ে দিন আপনার মনের মানুষের! চুলে থাক লাল গোলাপ
- Published by:Sayani Rana
- trending desk
Last Updated:
আজ ভ্যালেন্টাইন্স ডে। ডেটে যাওয়ার আগে সব কিছুতে চোখ বুলিয়ে নিতে হবে। দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে কি না। পোশাক থেকে গয়না, মেকআপ সব। কিন্তু চুলের স্টাইল কেমন হবে? হাতে বেশি সময় তো পাওয়া যাবে না। তাই এমন হেয়ারস্টাইল বেছে নিতে হবে যেগুলো করতে সময় কম লাগবে কিন্তু দেখে চোখ ধাঁধিয়ে যাবে।
advertisement
1/5

আজ ভ্যালেন্টাইন্স ডে। ডেটে যাওয়ার আগে সব কিছুতে চোখ বুলিয়ে নিতে হবে। দেখে নেওয়া সব ঠিকঠাক আছে কি না। পোশাক থেকে গয়না, মেকআপ সব। কিন্তু চুলের স্টাইল কেমন হবে? হাতে বেশি সময় তো পাওয়া যাবে না। তাই এমন হেয়ারস্টাইল বেছে নিতে হবে যেগুলো করতে সময় কম লাগবে কিন্তু দেখে চোখ ধাঁধিয়ে যাবে।
advertisement
2/5
চুলের সৌন্দর্য বাড়িয়ে দিতে পারে তাজা ফুল। একগুচ্ছ রজনীগন্ধা কিংবা তাজা কয়েকটি গোলাপ। একেবারে ভারতীয় স্টাইল। দামও খুব কম। তরতাজা দেখতেও লাগে। ভ্যালেন্টাইন্স ডে-র দিন তাই হেয়ারস্টাইলে থাকুক লাল গোলাপ ফুলের ছোঁয়া। খোঁপায় কীভাবে ফুলের স্টাইল করতে হয়? দেখে নেওয়া যাক সেটাই।
advertisement
3/5
টুইস্টেড হাফ আপ: সহজ এবং অসাধারণ। হ্যাঁ, দুটোই। এভাবে চুল বাঁধলে সত্যিই রানিদের মতো দেখায়। সামনের জনের মাথা ঘুরিয়ে দিতে বাধ্য। ক্লাসিক লুক তো মেলেই, সঙ্গে থাকে রোম্যান্টিসিজমের ছোঁয়া। প্রথমে চুল কার্ল করে নিতে হবে। তারপর মাথার দুপাশের সামনে থেকে একগুচ্ছ চুল নিয়ে যেতে হবে পিছনে। শুধু ওইটুকু অংশ খোঁপা বা বেঁধে নেওয়া যায়। তারপর তাতে দিতে হবে লাল গোলাপ ফুল।
advertisement
4/5
পিসি বোহো বান: দেখলে মনে হবে এই খোঁপা করতে বুঝি অনেক খাটুনি। সময়ও অনেক লাগে। কিন্তু আসলে তা নয়। খুব দ্রুত এবং সহজেই করা যায়। দেখতে রূপকথার পরিদের মতো লাগে। টুইস্টেড হাফ আপের মতোই চুলগুলো প্রথমে পিছনের দিকে আনতে হবে। তারপর সেট করতে হবে ববি পিন দিয়ে। খেয়াল রাখতে হবে খোঁপা যেন ঘাড়ের কাছে থাকে। একটু বেশি ভাইব দিতে মুখের সামনে কয়েকটা চুল ফেলে রাখা যায়। শেষে খোঁপায় দিতে হবে তাজা লাল গোলাপ।
advertisement
5/5
ফ্লোরাল হেডব্যান্ড: ফ্রিডা কাহলোর পেইন্টিং থেকে এই স্টাইল এসেছে। প্রেমময় ভ্যালেন্টাইন্স ডে- জন্য এই স্টাইল আদর্শ। কার্ল চুল ব্রাশ দিয়ে নরম করে নিতে হবে। এবার এক কান থেকে অন্য কানে ক্রিস ক্রস ববি পিন। তাজা লাল গোলাপ ফুলের হেডব্যান্ড তৈরি করে লাগাতে হবে ববি পিনে। ব্যস, ফ্লোরাল হেডব্যান্ড প্রস্তুত।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Valentines Day 2023: ভ্যালেন্টাইন্স ডে-তে এই সহজ হেয়ার স্টাইলে চোখ ধাঁধিয়ে দিন আপনার মনের মানুষের! চুলে থাক লাল গোলাপ