Valentines day 2023: রোজ ডে-তে প্রতিবার লাল গোলাপ কেন, অন্য রঙেও প্রেম বোঝানো যায়, দেখে নিন কীভাবে!
- Published by:Ankita Tripathi
- trending desk
Last Updated:
রোজ ডে-তে এতদিন তো লাল গোলাপই দিয়ে এলেন সবাই। এবার বরং হাতে উঠুক অন্য রঙ। জেনে নেওয়া যাক সেই সব রঙের গোলাপ সম্পর্কের কোন দিক তুলে ধরে।
advertisement
1/12

আজ রোজ ডে। গোলাপ দেওয়ার দিন। আসলে আজ থেকেই শুরু হচ্ছে ভ্যালেন্টাইন্স উইক। প্রেমের সপ্তাহ। ভালোবাসার উদযাপন। উপহার, চিঠি, গানে, কবিতায় সঙ্গী বা সঙ্গিনীর হৃদয় জিতে নেওয়া।
advertisement
2/12
বাতাসে বসন্তের আমেজ। চারিদিকে রঙের মেলা। প্রিয়জনকে গোলাপ উপহার দেওয়ার এর থেকে ভাল সময় আর কী হতে পারে!
advertisement
3/12
তবে গোলাপ দেওয়ার আলাদা তাৎপর্য আছে। এটা ভালোবাসার বন্ধনকে বোঝায়। তাই রোজ ডে ঘিরে এমন সাজো সাজো রব। গোলাপ নিয়ে এমন তুমুল মাদকতা।
advertisement
4/12
তবে খেয়াল করার মতো বিষয় হল, রোজ ডে-তে লাল গোলাপ দেওয়াটাই দস্তুর। কিন্তু শুধু লাল গোলাপ কেন? নীল বা হলুদ গোলাপ নয় কেন? গোলাপের প্রতিটা রঙেরই বিশেষ অর্থ এবং তাৎপর্য রয়েছে।
advertisement
5/12
রোজ ডে-তে এতদিন তো লাল গোলাপই দিয়ে এলেন সবাই। এবার বরং হাতে উঠুক অন্য রঙ। জেনে নেওয়া যাক সেই সব রঙের গোলাপ সম্পর্কের কোন দিক তুলে ধরে।
advertisement
6/12
লাল গোলাপ: সব রঙের গোলাপের মধ্যে সবচেয়ে জনপ্রিয় লাল গোলাপ। এর চাহিদা সবসময় তুঙ্গে। এটা ভালোবাসা এবং তীব্র আবেগকে বোঝায়।
advertisement
7/12
কমলা গোলাপ: কারও জন্য তীব্র আবেগের বহিঃপ্রকাশ বোঝাতে কমলা গোলাপ দেওয়া হয়। রোজ ডে-তে তাই প্রিয়জনের হাতে তুলে দেওয়া যায় কমলা গোলাপও। বুঝিয়ে দেওয়া যায় তাঁকে নিয়ে হৃদয় কতটা আবেগপ্রবণ।
advertisement
8/12
পিচ রঙের গোলাপ: ভালোবাসি ভালোবাসি; কিন্তু বলতে লজ্জা। প্রেমে পড়লেও প্রেমিক বা প্রেমিকাকে সে কথা বলতে লাজে রাঙা। পিচ রঙের গোলাপই সেই কাজ করে দেব। জানানো হবে, স্বীকার করতে লজ্জা পেলেও মন তার প্রেমে পড়েছে।
advertisement
9/12
হলুদ রঙের গোলাপ: হলুদ বন্ধুত্বের রঙ। হাতে হাত ধরে সারাজীবন কাটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি। এমনটা চাইলে দিতে হবে হলুদ গোলাপ।
advertisement
10/12
ল্যাভেন্ডার গোলাপ: ল্যাভেন্ডার গোলাপ বিরল। কিন্তু অত্যন্ত সুন্দর। কাউকে ল্যাভেন্ডার গোলাপ দেওয়ার অর্থ এটা বোঝানো যে প্রথম দর্শনেই মন তাঁর প্রেমে পড়েছে।
advertisement
11/12
গোলাপি গোলাপ: গোলাপি গোলাপ প্রশংসাসূচক। প্রেমিকার রূপের প্রশংসা করতে চাইলে হাতে তুলে দিতে হবে গোলাপি রঙের গোলাপ।
advertisement
12/12
সাদা গোলাপ: সাদা রঙের গোলাপ সরলতার প্রতীক। সাধারণত বিয়ের অনুষ্ঠানে এই রঙের গোলাপ উপহার দেওয়া হয়। রোজ ডে-তে সাদা গোলাপ দিয়ে বুঝিয়ে দেওয়া যায়, সম্পর্কের পরিণতি দিতে মন ইচ্ছুক।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Valentines day 2023: রোজ ডে-তে প্রতিবার লাল গোলাপ কেন, অন্য রঙেও প্রেম বোঝানো যায়, দেখে নিন কীভাবে!