TRENDING:

Valentines Day 2023: চুলে থাক অভিনেত্রীদের ছোঁয়া, ভ্যালেন্টাইন্স ডে-র দিন মনের মানুষের চোখ সরবে না!

Last Updated:
এখানে অভিনেত্রীদের কিছু চুলের স্টাইলের হদিশ দেওয়া হল, যেগুলো ভ্যালেন্টাইন্স ডে-র দিন স্টাইল বাড়িয়ে দেবে কয়েকগুণ।
advertisement
1/10
চুলে থাক অভিনেত্রীদের ছোঁয়া, ভ্যালেন্টাইন্স ডে-র দিন মনের মানুষের চোখ সরবে না
প্রত্যেক প্রেমিক যুগলের কাছেই ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। কয়েকদিন ধরেই এই দিনটার জন্য প্রস্তুতি চলতে থাকে। পোশাক থেকে মেকআপ, খুঁটিনাটি সব কিছুর দিকেই থাকে বাড়তি নজর।
advertisement
2/10
কিন্তু পোশাকের সঙ্গে চুলের স্টাইল কেমন হবে তা নিয়েই বেঁধে যায় গন্ডগোল। কোন হেয়ারস্টাইলে মানাবে এবং পোশাকের সঙ্গেও লাগসই হবে, এই নিয়েই মূলত বিভ্রান্তি।
advertisement
3/10
তবে চিন্তার কিছু নেই। এখানে অভিনেত্রীদের কিছু চুলের স্টাইলের হদিশ দেওয়া হল, যেগুলো ভ্যালেন্টাইন্স ডে-র দিন স্টাইল বাড়িয়ে দেবে কয়েকগুণ।
advertisement
4/10
হাই স্লিক পনিটেল: এই লুকে দেখা গিয়েছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরকে। হাই স্লিক পনিটেল করা খুব সহজ। পাশাপাশি এই হেয়ার স্টাইল মার্জিত লুক এনে দেয়। এর জন্য প্রথমে হেয়ার স্ট্রেটনার দিয়ে চুল সোজা করতে হবে। তারপর আঁচড়ে উঁচু করে বাঁধতে হবে পনিটেল।
advertisement
5/10
এরপর নিচ থেকে কিছু চুল নিয়ে রবার ব্যান্ড দিয়ে মুড়ে দিতে হবে। এরকম হেয়ার স্টাইল করলে চোখে নাটকীয় মেকআপ করতে হয়। এটাই সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেবে।
advertisement
6/10
খোলা সোজা চুল: বলিউড অভিনেত্রী হিনা খানের থেকে এই হেয়ারস্টাইল নেওয়া হয়েছে। করা খুব সহজ। দেখতে মোহময়ী। প্রথমে চুল আঁচড়ে মাঝখান থেকে দুভাগ করে নিতে হবে।
advertisement
7/10
তারপর স্ট্রেটনারের সাহায্যে চুলকে দিতে হবে স্ট্রেইট লুক। দেশি হোক কিংবা বিদেশি, যে কোনও পোশাকের সঙ্গেই এই হেয়ারস্টাইল মানিয়ে যায়।
advertisement
8/10
পাফ আই বান: ভ্যালেন্টাইন্স ডে-র রাতে লুক নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে চাইলে নুসরত জাহানের এই হেয়ারস্টাইল আদর্শ। এই লুকে নুসরত তাঁর ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে ফ্রন্ট পাফ আই বান হেয়ারস্টাইল করেছেন। এর জন্য প্রথমে চুল আঁচড়াতে হবে।
advertisement
9/10
তারপর সামনের কিছু চুল নিয়ে যেতে হবে পিছন দিকে। চাইলে পাফ পিন করে চুল খোলা রাখা যায়। আর হেয়ারস্টাইলে ট্যুইস্ট আনতে চাইলে পাফ চুল দিয়ে খোঁপা করতে হবে। পাশাপাশি সামনের চুল হালকা কার্ল করা যায়।
advertisement
10/10
লো ওয়েভ পনিটেল: তমান্না ভাটিয়ার এই হেয়ারস্টাইল দেখতে অতি সাধারণ। কিন্তু যে কোনও পোশাকের সঙ্গেই মানানসই। এর জন্য প্রথমে চুল আঁচড়ে নিয়ে দুভাগ করে নিতে হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Valentines Day 2023: চুলে থাক অভিনেত্রীদের ছোঁয়া, ভ্যালেন্টাইন্স ডে-র দিন মনের মানুষের চোখ সরবে না!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল