Valentine's Day Travel: সঙ্গীকে নিয়ে ভালবাসার দিন পালন করুন গঙ্গার ধারের এই পার্কে! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Valentine's Day Travel: ভালবাসার মাসে প্রিয়জনকে নিয়ে নিরিবিলি গঙ্গার ধারে এই পার্কেই কাটাতে পারেন সময়! বিস্তারিত জেনে নিন
advertisement
1/6

সামনেই ভ্যালেন্টাইন ডে, ভালবাসার মাস। শুধু প্রেমিক-প্রেমিকাই নয়, এই মাসে ভালবাসা উদযাপনে পরিবার প্রিয়জনকে সঙ্গে নিয়েও ঘুরে আসতে পারেন মন কেড়ে নেওয়া এই জায়গায়
advertisement
2/6
গঙ্গার ধারে মনোরম আবহাওয়ায় প্রিয়জন বা পরিবারের সদস্যদের নিয়ে কাটাতে চান কিছুটা একান্ত সময়! তাহলে ঘুরে আসতে পারেন নৈহাটি গোয়ালাপাড়া পার্ক
advertisement
3/6
হুগলি নদীর তীরে বসে সূর্যাস্ত কিংবা সন্ধ্যার আকাশের মায়াবী আলো আপনার মন ভাল করে দিতে বাধ্য
advertisement
4/6
নৈহাটি রেল স্টেশন থেকে মাত্র দু'কিলোমিটার দূরত্বের এই পার্ক এখন তাই বেশ জনপ্রিয়। বিকেলের পর থেকেই জমছে ভিড়
advertisement
5/6
ব্যস্ততা কোলাহলময় জীবনে, গঙ্গার তীরে সবুজে ঘেরা পার্কে রয়েছে দোলনা, স্লাইড সহ বিনোদনের নানা জিনিস। যা শিশুদের জন্য বেশ আকর্ষণীয় , নিরিবিলি হওয়ায় প্রেমিক-প্রেমিকারাও এই স্থানকে বেছে নিচ্ছেন সময় কাটাতে
advertisement
6/6
পার্কটিতে নানা মডেল ও মূর্তি ব্যবহার করে সাজানো রয়েছে চারপাশ। চাইলে বিকেলে পার্কের ভেতরে থাকা রাস্তা ধরে কিছুটা হেঁটে শরীরকেও সতেজ রাখতে পারবেন অনাসে
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Valentine's Day Travel: সঙ্গীকে নিয়ে ভালবাসার দিন পালন করুন গঙ্গার ধারের এই পার্কে! জানুন