TRENDING:

Valentines day 2023: উপহারের গোলাপ ফুল শুকিয়ে যাবে! রোজ ডে-তে অভিনব উপায়ে গোলাপের সুগন্ধ ছড়িয়ে দিন মনের মানুষের জীবনে

Last Updated:
দিন ফুরোলেই তো গোলাপের সুগন্ধ ফিকে হয়ে আসে। আর ফুল শুকিয়ে পাপড়ি ঝরে যায়। রোজ ডে তে এমন উপহার দিন, যেখানে গোলাপ ফুলের গন্ধ বিশেষ মানুষের জীবনে অনেকটা সময় স্থায়ী হবে।
advertisement
1/11
রোজ ডে-তে অভিনব উপায়ে গোলাপের সুগন্ধ ছড়িয়ে দিন মনের মানুষের জীবনে
গোলাপ ফুলে সুগন্ধ ছড়িয়ে প্রতি বছরেই শুরু হয় গোলাপ দিবস বা রোজ ডে। আর এই দিনটিতে কাছের মানুষটাকে গোলাপ ফুল কিংবা গোলাপ ফুলের তোড়া দিলেই তাঁর মনটা খুশি হয়ে যায়। কিন্তু দিন ফুরোলেই তো গোলাপের সুগন্ধ ফিকে হয়ে আসে। আর ফুলটা শুকিয়ে পাপড়ি ঝরে যায়।
advertisement
2/11
তাহলে উপহার এমন হওয়া উচিত, যেখানে গোলাপ ফুলের গন্ধ বিশেষ মানুষের জীবনে স্থায়ী হয়। সেক্ষেত্রে উপায়? সহজ উপায় তো রয়েছেই। গোলাপ দিবসের উপহার হিসেবে আদর্শ হতে পারে গোলাপ ফুলের সুগন্ধযুক্ত নানা রকম স্কিনকেয়ার কিট, বডি ওয়াশ, আতর কিংবা ডিও-র মতো সুগন্ধী ইত্যাদি।
advertisement
3/11
তাহলে দেখে নেওয়া যাক, গোলাপ দিবসের আদর্শ উপহার কেমন হওয়া উচিত! আসলে গোলাপের সুগন্ধযুক্ত রকমারি প্রসাধনী দ্রব্য দিয়েই উপহারের ডালি সাজাতে হবে। আর খরচও থাকবে আয়ত্তের মধ্যেই।
advertisement
4/11
রোজ ময়েশ্চারাইজার: স্কিন কেয়ারের উপকরণ হিসেবে উপহার দেওয়া যায় একটা গোলাপের সুগন্ধ এবং গোলাপের গুণাগুণযুক্ত একটা ময়েশ্চারাইজার। লাইটওয়েট, হাইড্রেটিং এবং নারিশিং ফর্মুলাযুক্ত ময়েশ্চারাইজার ত্বকের জন্য আদর্শ।
advertisement
5/11
রোজ ওয়াটার বা গোলাপ জল: ত্বকের জন্য রোজ ওয়াটার বা গোলাপ জলের উপকারিতার কথা কে না-জানেন। তাই সমস্ত ধরনের ত্বকের জন্য উপযুক্ত, এমন একটা গোলাপ জলও উপহারের ডালায় রাখা যেতে পারে।
advertisement
6/11
রোজ বডি ওয়াশ: স্নান ঘরেও ছড়িয়ে পড়বে গোলাপের সুগন্ধ। স্নানের সময় জলের মধ্যে গোলাপের পাপড়ি ছড়িয়ে স্নান করার বিকল্প তো রয়েছেই। কিন্তু একটা গোলাপ ফুলের সুগন্ধযুক্ত বডি ওয়াশ থাকলে তো সোনায় সোহাগা। ফলে এমন একটা উপহার দেওয়াই যায়।
advertisement
7/11
রোজ বডি বাটার: ত্বকের শুষ্ক ভাব দূর করার জন্য বডি বাটার অপরিহার্য। গোলাপের সুগন্ধযুক্ত একটা রোজ বডি বাটার ত্বককে গভীর ভাবে ময়েশ্চারাইজ করে। আর ত্বক হয়ে উঠবে নরম এবং তুলতুলে।
advertisement
8/11
রোজ এসেন্সিয়াল অয়েল: ত্বক ভাল রাখতে এবং মানসিক চাপ কাটানোর জন্য স্নানের জলে কয়েক ফোঁটা রোজ এসেন্সিয়াল অয়েল মিশিয়ে নিলেই হল। তাই উপহারের ডালায় রাখা যেতে পারে একটা রোজ এসেন্সিয়াল অয়েল।
advertisement
9/11
রোজ লিপ বাম: ঠোঁটের ত্বককে পুষ্ট রাখার জন্য রোজ লিপ বাম ব্যবহার করা উচিত। শুষ্ক আর ফাঁটা ঠোঁটকে মসৃণ এবং নরম ও তুলতুলে করতে সাহায্য করে রোজ লিপ বাম।
advertisement
10/11
রোজ অ্যান্টি-এজিং ক্রিম: অ্যান্টি-এজিং ক্রিম স্কিন কেয়ার রুটিনের অপরিহার্য একটা অঙ্গ। আর রোজ অ্যান্টি-এজিং ক্রিম হলে তো কথাই নেই। ত্বকের শুষ্কতা দূর করে, জ্বালা-পোড়াও দূর করতে সক্ষম। আর সব থেকে বড় কথা হল, রোজ অ্যান্টি-এজিং ক্রিম কিন্তু সমস্ত ধরনের ত্বকের জন্য ভাল।
advertisement
11/11
গোলাপের সুগন্ধী: সুগন্ধী ছাড়া সাজ তো অসম্পূর্ণই থেকে যায়। তাই উপহারের ডালায় রাখা যেতে পারে গোলাপ ফুলের সুগন্ধযুক্ত আতর, রোজ ডিওডোরেন্ট, রোজ বডি মিস্ট ইত্যাদি। ভাল কোম্পানির একটা গোলাপের সুগন্ধীর দামও তেমন বেশি নয়। কিন্তু সেই গন্ধের রেশ প্রিয় স্পর্শের মতো ঘিরে থাকে প্রতিদিন!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Valentines day 2023: উপহারের গোলাপ ফুল শুকিয়ে যাবে! রোজ ডে-তে অভিনব উপায়ে গোলাপের সুগন্ধ ছড়িয়ে দিন মনের মানুষের জীবনে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল