Valentines day 2023: রোজ ডে থেকে ভ্যালেন্টাইন্স ডে, ডেটে যাবার আগে ত্বকে এক নিমেষে গোলাপি আভা পেতে ভরসা সেই গোলাপেই
- Published by:Sayani Rana
- trending desk
Last Updated:
ঘরোয়া বা প্রকৃতিক উপাদানে ত্বকচর্চা করার মতো ভাল বিষয় আর কিছুই হয় না। চটজলদি পরিবর্তন চোখে না পড়লেও এতে ত্বকের উপকারই হয়। কারণ রাসায়নিকের সামান্য ক্ষতিও হয় না এতে। তাই গোলাপের মতো নরম কোমল গোলাপি আভা যুক্ত ত্বক পেতে গোলাপের উপরে ভরসা করাই ভাল।
advertisement
1/16

ঘরোয়া বা প্রকৃতিক উপাদানে ত্বকচর্চা করার মতো ভাল বিষয় আর কিছুই হয় না। চটজলদি পরিবর্তন চোখে না পড়লেও এতে ত্বকের আখেরে উপকারই হয়। কারণ রাসায়নিকের সামান্য ক্ষতিও হয় না এতে। সামনেই ভ্যালেন্টাইন্স ডে। তাই মতো নরম কোমল গোলাপি আভা যুক্ত ত্বক পেতে সত্যিকারের গোলাপের উপরে ভরসা করাই ভাল।
advertisement
2/16
গোলাপের পাপড়িতে থাকে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যাস্ট্রিঞ্জেন্ট উপাদান। এতে ত্বক হাইড্রেট করে। ফেস প্যাক হিসেবে গোলাপের পাপড়ির ব্যবহার খুবই উপকারী। দেখে নেওয়া যাক কী ভাবে মুখে লাগানো যেতে পারে গোলাপের পাপড়ি, যা এক নিমেষে মুখে নিয়ে আসবে গোলাপি আভা। রোজ ডে-র ডেটে যাওয়ার আগে একটা ফেসপ্যাক করতে আর কতটুকু সময়ই বা লাগবে!
advertisement
3/16
১. গোলাপের পাপড়ি এবং মধু— মধুতে উপস্থিত ভিটামিন এবং খনিজ ত্বকে গভীর ভাবে প্রবেশ করে কোষে কোষে পুষ্টি সরবরাহ করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের ক্ষতিও প্রতিরোধ করে, ত্বকের মৃত কোষগুলিকে অপসারণ করতে সাহায্য করে।
advertisement
4/16
একটি তাজা গোলাপ ভাল করে ধুয়ে ৩-৪ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। পরে তা পিষে নিয়ে তিন টেবিল চামচ মধুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। ২০-৩০ মিনিট এই মিশ্রণটি রেফ্রিজারেটরে ঠান্ডা করে নেওয়া যায়। এরপর তা মুখ লাগিয়ে আলতো হাতে মাসাজ করে মিনিট ১৫ রেখে দিতে হবে। পরে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
advertisement
5/16
২. গোলাপ, দুধ এবং চন্দন— দুধ ক্লিনজার হিসেবে কাজ করে এবং চন্দনের গুঁড়ো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ত্বককে সতেজ করে। ২টি তাজা গোলাপ থেকে পাপড়ি পিষে নিতে হবে। এর সঙ্গে দুই টেবিল চামচ চন্দনগুঁড়ো এবং প্রয়োজন মতো কাঁচা দুধ মিশিয়ে নিতে হবে। মুখে লাগিয়ে অপেক্ষা করতে হবে যতক্ষণ না এটি সম্পূর্ণ শুকিয়ে যায়। পরে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলতে হবে।
advertisement
6/16
৩. অ্যালোভেরা এবং গোলাপ জল— অ্যালোভেরা একটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এই ফেসপ্যাকটি ত্বককে ময়েশ্চারাইজ করার পাশাপাশি তা পুনরুজ্জীবিতও করে, একটি প্রাকৃতিক আভা পেতে সাহায্য করে। এছাড়া অ্যালোভেরা ত্বককে টানটান করে। গোলাপের সঙ্গে মিশে এটি প্রদাহ-বিরোধিতা কার্য়কর করে। প্যাকটিকে প্রাকৃতিকভাবে ব্রণ এবং ফুসকুড়ির বিরুদ্ধে লড়াই করে।
advertisement
7/16
২টি তাজা গোলাপের পাপড়ি গুঁড়ো পিষে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মসৃণ পেস্টটি খুব ঘন হয়ে গেলে গোলাপ জল মিশিয়ে পাতলা করে নেওয়া যেতে পারে। এই পেস্টটি মুখ এবং ঘাড়ের ত্বকে ২০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলতে হবে।
advertisement
8/16
৪. নারকেল দুধ, অলিভ অয়েল ও গোলাপ পাপড়ি— স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিডে ভরপুর নারকেলের দুধ ত্বকের আর্দ্রতা বজায় রাখতে খুবই সহায়ক। নারকেল দুধ এবং অলিভ অয়েল উভয়ই ভিটামিন ই সমৃদ্ধ, ফলে তা ত্বকের জন্য দারুন উপকারী। পাশাপাশি এটি ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মির হাত থেকে কিছুটা রক্ষা করে।গোলাপের পাপড়ি পিষে ৪ টেবিল চামচ নারকেল দুধ এবং ২ টেবিল চামচ অলিভ মিশিয়ে মুখে লাগাতে হবে। পরে ধুয়ে ফেলতে হবে জল দিয়ে।
advertisement
9/16
তবে শুধু প্যাক হিসেবেই নয়। গরম পড়ে আসছে, এই সময় নানা ভাবে ত্বকের পরিচর্যায় ব্যবহার করা যায় গোলাপের পাপড়ি। তাতে প্রাকৃতিক সৌন্দর্য যেমন ধরা থাকে, তেমনই প্রসাধনীর ক্ষতিকর উপাদান থেকেও নিজেকে দূরে রাখা যায়।
advertisement
10/16
ক্লিনজার হিসেবে ব্যবহার: মুখ পরিষ্কার করার জন্য গোলাপের পাপড়ি খুবই উপকারী। এক্ষেত্রে মধু এবং খানিকটা জলের সঙ্গে গোলাপ পাপড়ি বাটা মিশিয়ে ক্লিনজার হিসেবে ব্যবহার করা যায়।
advertisement
11/16
টোনার হিসাবে ব্যবহার: মুখ ধোয়ার পরে খানিকটা বিশুদ্ধ গোলাপ জল মুখে লাগিয়ে নেওয়া যেতে পারে। তুলের বলের সাহায্য লাগানো যায় অথবা স্প্রে করে। এতে টোনিংয়ের কাজ হয়ে যাবে।
advertisement
12/16
সানস্ক্রিন হিসাবে ব্যবহার: গোলাপ পাপড়ি দিয়ে লোশন তৈরি করতে শসার রস এবং গ্লিসারিনের সঙ্গে গোলাপের পাপড়ি গুঁড়ো করে মিশিয়ে নিতে হবে। এটি ব্যবহার করলে খানিকটা সানস্ক্রিনের কাজ হতে পারে।
advertisement
13/16
লিপবাম হিসেবে ব্যবহার: গোলাপের পাপড়ির মতো ঠোঁট কে না চায়! তাই নারকেল তেল, চিয়া বাটার এবং গুঁড়ো করা গোলাপের পাপড়ির সঙ্গে ৩-৫ ফোঁটা এসেন্সিয়াল অয়েল মিশিয়ে লিপবাম তৈরি করে লাগানো যেতেই পারে।
advertisement
14/16
স্ক্রাব হিসাবে ব্যবহার: আবার রোজ ডে-র ডেটের আগে একটি ফেস স্ক্রাব তৈরি করতে ১/৪ কাপ ওটমিল, ১ টেবিল চামচ জল এবং ১ টেবিল চামচ গুঁড়ো দুধের সঙ্গে গোলাপের পাপড়ি বাটা মিশিয়ে ত্বকে লাগানো যেতে পারে। খুব হালকা হাতে গোল গোল করে ঘষে স্ক্রাব করতে হবে।
advertisement
15/16
মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার: দুই টেবিল চামচ গোলাপ জল নারকেল বা বাদাম তেলের সঙ্গে মিশিয়ে মেকআপ রিমুভার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটা কাজে আসবে ডেট থেকে ফিরে আসার পরে!
advertisement
16/16
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Valentines day 2023: রোজ ডে থেকে ভ্যালেন্টাইন্স ডে, ডেটে যাবার আগে ত্বকে এক নিমেষে গোলাপি আভা পেতে ভরসা সেই গোলাপেই