TRENDING:

Valentine Day 2023: মনের কথা আনুন মুখে, জানান ভালবাসার পুরুষটিকে! কীভাবে প্রোপোজ করা যায়, জেনে নিন এই প্রোপোজ ডে-তে!

Last Updated:
Valentine Day 2023: অতএব, এই ভ্যালেন্টাইন্স উইকের দ্বিতীয় দিন, অর্থাৎ প্রোপোজ ডে-তে এসে মনের কথা মুখে আনতে হবে আলবাত, তবে ঝুঁকি নেওয়া যাবে না।
advertisement
1/7
মনের কথা আনুন মুখে, জানান ভালবাসার পুরুষটিকে! কীভাবে প্রোপোজ করা যায়, জেনে নিন
বলা হয়, মেয়েদের না কি বুক ফাটে, কিন্তু মুখ ফোটে না! কই, সাহিত্যের দিকে তাকালে তো এমনটা চোখে পড়ে না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চঞ্চলকুমারী প্রণয়পত্র পাঠিয়েছিলেন রাজসিংহকে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিনোদিনী মনের কথা বেশ স্পষ্ট ভাবেই জানিয়েছিলেন বিহারীকে।
advertisement
2/7
যাঁদের বইদুটো বিলক্ষণ পড়া আছে, তাঁরা জানেন যে চঞ্চলকুমারীর প্রেম সার্থক হয়েছিল। ঘটনা এবং নিজের মনের ঘাত-প্রতিঘাতে বিহারী আপাতদৃষ্টিতে বিনোদিনীর কথায় সায় দেননি, এটা অবশ্য বলতেই হবে।
advertisement
3/7
অতএব, এই ভ্যালেন্টাইন্স উইকের দ্বিতীয় দিন, অর্থাৎ প্রোপোজ ডে-তে এসে মনের কথা মুখে আনতে হবে আলবাত, তবে ঝুঁকি নেওয়া যাবে না। বিনোদিনীর মতো ভুল করলে চলবে না। এমন ভাবেই বলতে হবে সেই কথা পছন্দের বিশেষ পুরুষটিকে, যাতে তাঁর ঠোঁটের কোণে ফুটে ওঠে সম্মতির স্পষ্ট হাস্যময় ইঙ্গিত। কীভাবে? জেনে নেওয়া যাক সেই কথাই!
advertisement
4/7
উপহারের ডালি পছন্দের পুরুষ যা ভালোবাসেন, তা সুন্দর করে সাজিয়ে তাঁর হাতে তুলে দেওয়া যায়। সঙ্গে জানানো যায় সন্ধ্যেটা একসঙ্গে কাটানোর আমন্ত্রণ। এতেই কিন্তু অর্ধেক কাজ হয়ে যাবে, হাজার হোক, ভ্যালেন্টাইন্স উইক চলছে, এ যে সবার জানা। তিনি যদি সেই উপহার গ্রহণ করেন আর সন্ধ্যেবেলা এসে হাজিরাও দেন, তার মানেই তিনি ভালোবাসেন। এবার বাকিটুকু বললেই পথ বেঁধে দেবে বন্ধনহীন গ্রন্থি।
advertisement
5/7
সিনেমা সিনেমা জানানো যায় একসঙ্গে সন্ধ্যেবেলা বাড়িতে ছবি দেখার আমন্ত্রণও। কোনও রোম্যান্টিক ছবি চলুক। যেখানে নায়ক-নায়িকার ভালোবাসার প্রসঙ্গ আসবে, এক ফাঁকে বলে দিতে হবে নিজের মনের কথাটাও। কি মনে হয়, তিনি সেই প্রস্তাব গ্রহণ করবেন না? না করলে আর এসেছেন কেন সব ছেড়ে, এটাও মাথায় রাখতে হবে বইকি! তারা আর তাঁরা
advertisement
6/7
তারা আর তাঁরা সন্ধ্যেবেলায় একসঙ্গে নিছক সময় কাটানোর আমন্ত্রণও জানানোই যায়। এক্ষেত্রে সিনেমা চালানো বা উপহার পাঠানোর মতো ঝক্কি পোহাতে হবে না। স্রেফ একসঙ্গে পায়চারি, চা খাওয়া, তারা দেখার মাঝে নিজের মনের কথা তাঁকে বলে দিলেই হল। তিনি যে না বলবেন না, সেটা পরখ করে দেখলেই দিব্যি টের পাওয়া যাবে।
advertisement
7/7
হৃদয়ের পথে প্রবাদ বলে, পুরুষের হৃদয়ের পথ না কি যায় পেটের আনাচ-কানাচ দিয়ে। তাই সই! তিনি যা খেতে ভালোবাসেন, জুতসই কোনও রেস্তোরাঁয় নিয়ে গিয়ে তেমন একটা ট্রিট দিলেই তো হয়। আর তার ফাঁকে বলে দেওয়া যায় মনের কথা। এরকম একটা ডেট যে সবাই বছরভর চালিয়ে যেতে চাইবেন, এমনকী আজীবনও, তা হাতেনাতে করে দেখলে কিন্তু ঠকতে হবে না। তাহলে কোনটা ঠিক হল? যেটাই হোক, মনের কথা আজ কিন্তু না বললেই নয়!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Valentine Day 2023: মনের কথা আনুন মুখে, জানান ভালবাসার পুরুষটিকে! কীভাবে প্রোপোজ করা যায়, জেনে নিন এই প্রোপোজ ডে-তে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল