TRENDING:

Valentine Day 2023: প্রেম আসেনি জীবনে? তাতে কী, সিঙ্গলরা এভাবে কাটান ভ্যালেন্টাইন্স ডে, মন ভাল হয়ে যাবে!

Last Updated:
Valentine Day 2023: মানুষ কাকে সবচেয়ে বেশি ভালোবাসে? উত্তর নিজেকে। তাই এই দিনটা সিঙ্গলরা নিজের সঙ্গে কাটাতেই পারেন। উদযাপন করতে পারেন অন্যভাবে। কীভাবে? দেওয়া হল তারই সুলুকসন্ধান।
advertisement
1/6
প্রেম আসেনি জীবনে?তাতে কী, সিঙ্গলরা এভাবে কাটান প্রেম দিবস, মন ভাল হয়ে যাবে!
সবাই জোড়ায় জোড়ায় ঘুরছেন। হাতে হাত, চোখে চোখ। কুঞ্জবনে প্রেমের পবন। মন উচাটন। এমন দিনে একা! প্রেম আসেনি জীবনে। কী হবে এখন? ভ্যালেন্টাইন্স ডে-র দিন একা থাকতে ভাল লাগে না কি! মোটেই নয়। কিন্তু সঙ্গী বা সঙ্গিনী না থাকলে কী আর করা যায়?
advertisement
2/6
অনেক কিছু। হ্যাঁ, সিঙ্গলরা এই দিনটাকে অন্যরকম ভাবে উদযাপন করতে পারেন। তাতে জুটিদের থেকে সময় বরং ভালই কাটবে, সঙ্গে মিলবে অকুণ্ঠ স্বাধীনতার আমেজও। অবাক হওয়ার কিছু নেই। ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসার উৎসব। এই পৃথিবীতে যে প্রাণের চেয়েও প্রিয় তাঁর সঙ্গে উদযাপন।
advertisement
3/6
আর মানুষ কাকে সবচেয়ে বেশি ভালোবাসে? উত্তর নিজেকে। তাই এই দিনটা সিঙ্গলরা নিজের সঙ্গে কাটাতেই পারেন। উদযাপন করতে পারেন অন্যভাবে। কীভাবে? দেওয়া হল তারই সুলুকসন্ধান।
advertisement
4/6
বেরিয়ে পড়া যাক সোলো ট্রিপ: যদি তোর ডাক শুনে কেউ না আসে…। হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে-তে বেরিয়ে পড়া যাক একটা সোলো ট্রিপে। সকাল সকাল জলখাবার সেরে পছন্দের কোনও জায়গায় সারা দিনের জন্য ডুব। অফিস থাকলে সন্ধ্যেটা পছন্দের কোনও রেস্তোরাঁয় বা বারে। অনেক লোকের সঙ্গে কথা হোক। সময়টা ভাল কাটবে।
advertisement
5/6
নিজেকে উপহার দেওয়া যায়: চকোলেট বা টেডি বিয়ার শুধু সঙ্গী বা সঙ্গিনী দেবেন কেন? নিজেই নিজেকে উপহার দেওয়া যায়। আসলে ব্যস্ত জীবনে আমরা নিজেদের যত্ন নিতে ভুলে যাই। ভ্যালেন্টাইন্স ডে-টা নিজের সঙ্গে কাটুক। চাইলে নিজেকে কিছু উপহার দেওয়া যায়। যেটা নেই বা বহুদিনের কেনার ইচ্ছে এই সময় সেটা কিনে ফেলা যায়। জরুরি নয় যে সবসময় অন্য কেউই উপহার দেবেন। নিজেই নিজেকে উপহার দিতে শিখলে অন্য কারও দরকার হবে না।
advertisement
6/6
পিকনিক বা নিকপিক: বিশেষ দিনটা যদি উদযাপন করতেই হয় তাহলে খাওয়াদাওয়ার থেকে ভাল আর কিছু হয় না। একেবারে কবজি ডুবিয়ে পছন্দের কিছু পদ। কিংবা পার্কে সোলো পিকনিক। নিজেই রান্না করে নিয়ে যাওয়া যায়। একটা বা দুটো পদেই জমে যাবে। আর যদি রান্না করায় অ্যালার্জি থাকে তাহলে নিকপিক। সুইগি বা জোম্যাটো থেকে পছন্দের ডিশ আনিয়ে পার্কে বা খোলা মাঠে বসে ভূরিভোজ।  
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Valentine Day 2023: প্রেম আসেনি জীবনে? তাতে কী, সিঙ্গলরা এভাবে কাটান ভ্যালেন্টাইন্স ডে, মন ভাল হয়ে যাবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল