TRENDING:

ভ্যালেন্টাইন্স ডে-র চমক: কপালের টিপ থেকে হাতের মেহন্দি, ভালোবাসা জাহির করতে নিজেকে সাজান এই ভাবে!

Last Updated:
Valentine Day 2023: প্রেম করলে তা গোপন রাখা খুব কঠিন। তাই ভালোবাসার মরশুমে বরং খোলাখুলি সেকথা বলে ফেলাই ভাল। আর এই বলে ফেলার মধ্যে থাক একটু কারসাজি।
advertisement
1/6
কপালের টিপ থেকে হাতের মেহন্দি, ভালোবাসা জাহির করতে নিজেকে সাজান এই ভাবে!
শোনো গো দখিন হাওয়া প্রেম করেছি আমি... প্রেম করলে তা গোপন রাখা খুব কঠিন। তাই ভালোবাসার মরশুমে বরং খোলাখুলি সেকথা বলে ফেলাই ভাল।
advertisement
2/6
আর এই বলে ফেলার মধ্যে থাক একটু কারসাজি। কেমন কারসাজি, দেখে নেওয়া যাক এক নজরে। এবার প্রেমের দিনে শরীরে জুড়ে থাক ভালোবাসার চিহ্ন। তা সে হতে পারে টিপ কিংবা ট্যাটু—
advertisement
3/6
কপাল জোড়া টিপ: টিপ একান্তই ভারতীয় মেয়েদের পছন্দের জিনিস। বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় প্রিয়াঙ্কা চোপড়া কপালে টিপ পরে হেঁটেছিলেন মার্জারসরণি ধরে। সেই টিপ এখন আবার খুব ইন থিং। তাই কপালে এঁকে নেওয়া যেতেই পারে লাল রঙের একটি হৃদয় চিহ্ন। তরল সিঁদুর বা লিপস্টিক তুলির গায়ে লাগিয়ে নিজের পছন্দ মতো এঁকে নিলে ক্ষতি কী! লাল রঙের স্টিকার টিপও কেটে নেওয়া যেতে পারে মাপ মতো। লালের সঙ্গে আরও একটি হার্ট এঁকে নেওয়া যাক পাশে বা নিচে, আকারে একটু ছোট হলে মন্দ লাগবে না। হার্টের সঙ্গে ভালোবাসার মানুষের নামের আদ্যাক্ষরও লিখে নেওয়া যেতে পারে। পরনে শাড়ি বা লং স্কার্ট থাকলে তো কথাই নেই। ধোতি প্যান্টের সঙ্গে বোহেমিয়ান টপও এই সাজের সঙ্গে দারুন লাগবে।
advertisement
4/6
কপাল ছাড়িয়ে টিপ: একই ভাবে রং তুলির কারসাজি করা যায় মুখের অন্যত্রও। তাতে বেশ সাহসী একটা লুক আসবে। যেমন গাঢ় কাজলে চোখ এঁকে নিতে হবে। আইলাইনারে থাক ইউং। সেই ইউং-এর নিচে আলতো করে বসিয়ে দিতে হবে লাল হৃদয়টিকে। পাশাপাশি ভিন্ন মাপের দু’টি বা তিনটি হার্ট শেপ এঁকে নেওয়া যায়। আরও একটু সাহস দেখাতে পারলে বাঁ চোখের নিচে, চিক বোন হাইলাইট করার পর একটি ছোট্ট হৃদয় এঁকে নেওয়া যায়। এতটা সাহসী হতে না পারলে ঠোঁট তো রয়েছেই। ন্যুড শেডের লিপস্টিক লাগালে, চিবুকেই এঁকে নেওয়া যাক লাল হার্ট। হাইলাইট করতে তলায় একটা স্টোন বসিয়ে নেওয়া যেতে পারে।
advertisement
5/6
ট্যাটু: অবশ্যই টেম্পোরারি ট্যাটুর কথা ভাবা ভাল এই ভালোবাসার দিনের জন্য। তাতে বেশ রঙিন লাগবে নিজেকে। বিশেষ দিনটির জন্য পোশাক আগে থেকে বাছাই করে রেখে ভেবে ফেলতে হবে শরীরের কোন অংশে কেমন ট্যাটু করলে ভাল লাগবে। নানা নকশার হার্ট যেমন আঁকা যেতে পারে, তেমনই লিখিয়ে নেওয়া যেতে পারে ভালোবাসার মানুষের নামও।
advertisement
6/6
নেলআর্ট: নখদর্পণেও থাকতে পারে হৃদয়ের ছায়া। বাকি চারটি আঙুল নিউট্রাল রেখে অনামিকায় একটি লাল হার্ট করালে দারুন লাগবে ভ্যালেন্টাইন্স ডে-তে। আর সে হৃদয় থ্রি-ডি হলে তো কথাই নেই। চাইলে সব আঙুলেই দারুন কিছু হার্ট মোটিফ করিয়ে নেওয়া যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ভ্যালেন্টাইন্স ডে-র চমক: কপালের টিপ থেকে হাতের মেহন্দি, ভালোবাসা জাহির করতে নিজেকে সাজান এই ভাবে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল