Potato for Glowing Skin: সস্তার সবজিতে মেকআপ ফেল! তুলতুলে ত্বক, টানটান চামড়া, বয়স ধরা পড়বে না
- Reported by:SUSMITA GOSWAMI
- hyperlocal
Last Updated:
South Dinajpur News: খাবারের স্বাদ যেমন আলু বাড়িয়ে দেয় বহুগুণে তেমনি আমাদের প্রতিদিনের রূপচর্চায়ও আলুর গুণাগুণ ব্যাপক।
advertisement
1/6

চোখের নীচের ডার্ক সার্কেল দূর করতে হলে আলুর রসের প্রলেপ সেখানে লাগিয়ে রাখতে হবে। চোখের ফোলা ভাব দূর করতে হলে আলু চাকতি করে কেটে চোখের ওপর দিয়ে রাখলে বেশ আরামদায়ক পাওয়া যায় চোখে।
advertisement
2/6
আলুর খোসা ছাড়িয়ে থেঁতো করে নিয়ে সেই পেস্টটা ২০ মিনিট মুখে লাগিয়ে রেখে এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। নিয়মিত আলুর পেস্ট ব্যবহার করলে বয়সের ছাপ আর মুখে পড়বে না।
advertisement
3/6
আলুর রসের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি রয়েছে। তাই নিয়মিত এই আলুর রস ব্যবহারে ত্বকের মরা কোষ দূর হয়। যার ফলে ত্বক পরিষ্কার এবং উজ্জ্বল দেখায়।
advertisement
4/6
উজ্জ্বল ত্বক পেতে আলুর রস ও মধু নিয়ে ভাল করে মিশিয়ে একটি প্যাক তৈরি করে গোটা মুখে, গলায় লাগিয়ে কিছুক্ষণ মাসাজ করে ১০-১৫ মিনিট রেখে অপেক্ষা করতে হবে। শুকিয়ে গেলে স্বাভাবিক জল দিয়ে ধুয়ে ফেললেই । সেরা ফলাফল পাওয়া যাবে।
advertisement
5/6
সানস্ক্রিন মেখে বেরোলেও অনেক সময় মুখে ট্যান পড়ে যায়। এক্ষেত্রে আলু খুব পাতলা করে কেটে নিয়ে মুখে কিছুক্ষন রাখলে এতেই দাগ দূর হয়ে যাবে। সপ্তাহে দুদিন লাগালেই এতে ভাল ফল পাওয়া যায়।
advertisement
6/6
মহিলাদের শুষ্ক ত্বকের অধিকারীদের ত্বকের ড্রাইনেস নিয়ে অনেক বিপাকে পড়তে হয়। এই বিপদের হাত থেকে রক্ষা পেতে নিয়মিত আলুর রস রূপচর্চায় ব্যবহার করলে তার ফল ভাল পাওয়া যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Potato for Glowing Skin: সস্তার সবজিতে মেকআপ ফেল! তুলতুলে ত্বক, টানটান চামড়া, বয়স ধরা পড়বে না