Body Scrubber: শুধু খেলে হবে না, সারা শরীরে মাখুন এই স্ক্রাবার, শীতে কম ঝক্কিতে পেয়ে যান মাখনের মতো ত্বক
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:ANNANYA DEY
Last Updated:
Body Scrubber: শরীরের চামড়া ঝকঝকে রাখতে তৈরি করে ফেলুন। ঘরোয়া উপায়ে স্ক্রাব দু'ভাবে তৈরি করা যায় এই স্ক্রাবার। জেনে নিন কীভাবে করা যায়।
advertisement
1/5

শীতের সকাল আর বিকেল কফি পান ছাড়া সত্যিই অসম্পূর্ণ। কিন্তু কেবল পেটের শান্তি নয়, কফি দিয়ে ত্বকের যত্নও নিন এই শীত। (তথ্য- অনন্যা দে)
advertisement
2/5
কফি দিয়েই তৈরি করুন বডি স্ক্রাব। তা জানেন কি? কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যালস আটকায়। তাই শরীরের চামড়া ঝকঝকে রাখতে তৈরি করে ফেলুন ঘরোয়া উপায়ে স্ক্রাব দু'ভাবে তৈরি করা যায় এই স্ক্রাবার।
advertisement
3/5
এই নিয়ে কথা বললেন আলিপুরদুয়ারের বিউটিশিয়ান পিঙ্কি মণ্ডল। তাঁর কথায়, ‘‘হলুদ, মসুর ডাল বাটা এগুলো তো ত্বক উজ্জ্বল করার জন্য ব্যবহৃত হয়। তবে কফি খুব তাড়াতাড়ি প্রভাব ফেলে।’’
advertisement
4/5
‘‘ঘরোয়া উপকরণে তৈরি সম্ভব স্ক্রাবার। স্ক্রাবার হিসেবে কফির গুঁড়ো ব্যবহার করতে পারেন। কফি তো বাজারে কিনতেই পাওয়া যায়। এক প্যাকেট কফি এনে মধু বা টক দই মিশিয়ে নিয়ে তা দিয়ে স্ক্রাবার তৈরি করুন।’’
advertisement
5/5
‘‘শরীরে মেখে নিন। স্ক্রাবিং হয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। আবার কফির গুঁড়োর সঙ্গে চিনি গুঁড়ো ও অলিভ অয়েল মিশিয়েও বডি স্ক্রাবার তৈরি করতে পারেন। এতে ত্বকের মৃত কোষ দূর হবে এবং সান ট্যানও কমে যাবে।’’
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Body Scrubber: শুধু খেলে হবে না, সারা শরীরে মাখুন এই স্ক্রাবার, শীতে কম ঝক্কিতে পেয়ে যান মাখনের মতো ত্বক