TRENDING:

Ant Home Remedy: ক্যারম বোর্ডের বোরিক পাউডার দিয়ে পিঁপড়ে তাড়ান...লাল-কালো সব যাবে, জানুন কী ভাবে

Last Updated:
যদি রান্নাঘরের স্ল্যাব বা মেঝেতে বারবার পিঁপড়ে দেখা যায়, তাহলে সেখানে সাদা ভিনিগার লাগিয়ে ভাল করে মুছে ফেলুন। পিঁপড়ে কখনওই সেখানে আসবে না।
advertisement
1/7
ক্যারম বোর্ডের বোরিক পাউডার দিয়ে পিঁপড়ে তাড়ান...লাল-কালো সব যাবে, জানুন কী ভাবে
কেরলে ঢুকে পড়েছে বর্ষা৷ পশ্চিমবঙ্গেও কাল-পরশুর মধ্যে ঢুকে পড়বে৷ আর বর্ষা শুরু হলেই তো গৃহস্থ বাড়িতে মশা, মাছি, পিঁপড়ে-সহ অন্যান্য পোকার উৎপাত বাড়তে থাকে৷ AI Generated
advertisement
2/7
অনেক সময় দেখা যায়, একটু কিছু পড়ে রয়েছে, ওমনি খানিকক্ষণ পরে দেখলেন সেখানে পিঁপড়ে থিকথিক করছে৷ কিন্তু, পিঁপড়ে তাড়ানোর কিছু ঘরোয়া উপায়ও রয়েছে৷ তার মধ্যেই একটা হল বোরিক পাউডারের ব্যবহার৷ AI Generated
advertisement
3/7
বর্ষাকালে অনেক সময় পিঁপড়েরা রান্নাঘরের চাল, আটা, ময়দা, চিনি বা যে কোনও মিষ্টি জিনিসের বাক্সে ঢুকে যায়। অনেক সময় এতটাই পিঁপড়ে লেগে যায় যে সেগুলো ফেলে দিতে হয়৷ চাল, আটা বা চিনির পাত্রে লবঙ্গ রাখলে সেখানে লবঙ্গের গন্ধে পিঁপড়ে ঢোকে না৷ AI Generated
advertisement
4/7
যদি আপনার রান্নাঘরে, গাছের টবে, মেঝেতে বারবার পিঁপড়ে ধরে যেতে দেখেন, তাহলে কর্পূর ব্যবহার করতে পারেন। ৫-৬টি কর্পূর নিন এবং গুঁড়ো করুন। এবার এতে ডেটল দিন। যদি ডেটল না থাকে তাহলে ডেটল সাবানও ব্যবহার করতে পারেন। তারপর... AI Generated
advertisement
5/7
তারপর একটা পাত্রে ১-২ কাপ গরম জল নিন৷ তাতে কর্পূর গুঁড়ো, এক টেবিল চামচ ডেটল অথবা মিহি করে ঘষে নেওয়া সাবান যোগ করুন। এবার এতে এক টেবিল চামচ বোরিক পাউডার দিন। এতে এক কাপ সাদা ভিনেগারও দিতে পারেন। এই তরলটি ভাল করে মিশিয়ে নিন। তারপর একটা বোতলে ভরে টব, মাটি, ঘরের কোণ, গর্ত, মেঝে ইত্যাদিতে স্প্রে করুন। AI Generated
advertisement
6/7
চালের ডিব্বায় একটা বাক্স করে বোরিক পাউডার (ক্যারাম বোর্ডে ব্যবহৃত পাউডার) রাখলে পিঁপড়ে থেকে দূরে রাখা যায়৷ AI Generated
advertisement
7/7
যদি রান্নাঘরের স্ল্যাব বা মেঝেতে বারবার পিঁপড়ে দেখা যায়, তাহলে সেখানে সাদা ভিনিগার লাগিয়ে ভাল করে মুছে ফেলুন। পিঁপড়ে কখনওই সেখানে আসবে না। AI Generated
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ant Home Remedy: ক্যারম বোর্ডের বোরিক পাউডার দিয়ে পিঁপড়ে তাড়ান...লাল-কালো সব যাবে, জানুন কী ভাবে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল