Usage of Mask: মাস্ক পরা নিয়ে বিরাট ভাবনা, কী জানালেন বিশেষজ্ঞরা...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Usage of Mask: পাশাপাশি মাস্ক পরলে বিভিন্ন রকম ত্বকের সমস্য়া হতে পারে। সেই সমস্য়া শিশুদের মধ্য়েও হয়। তাই ছোটদের মাস্ক ব্য়বহার খুব জরুরি নয় বলেই মনে করা হচ্ছে।
advertisement
1/4

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে গ্রীষ্মের শুরুতে মাস্কের ব্য়বহার শিথিল করা উচিত। শিশুদের মধ্যে, মুখোশ পরার ফলে ত্বকে ফুসকুড়ি বাড়ছে। কিছু কিছু তিবকের সমস্য়াও হচ্ছে।
advertisement
2/4
ভাইরাস কমে যাওয়ার ফলে মাস্ক ব্যবহারের প্রয়োজন কমছে। বিশেষজ্ঞরা মনে করছেন কেন্দ্রীয় সরকারের উচিত শিশুদের জন্য মাস্কের ব্য়বহার কমিয়ে দেওয়া।
advertisement
3/4
জানুয়ারিতে কেন্দ্রীয় সরকারের প্রকাশিত নির্দেশিকা অনুসারে, ৫ বছর বা তার কমবয়সী শিশুদের জন্য মাস্কের পরামর্শ দেওয়া হয়নি। ৬-১১ বছর বয়সী শিশুরা মাস্ক পরতে পারে। ১২ বা তার বেশি বয়সীদের প্রাপ্তবয়স্কদের মতো মাস্ক পরতেই হবে।
advertisement
4/4
পাশাপাশি মাস্ক পরলে বিভিন্ন রকম ত্বকের সমস্য়া হতে পারে। সেই সমস্য়া শিশুদের মধ্য়েও হয়। তাই ছোটদের মাস্ক ব্য়বহার খুব জরুরি নয় বলেই মনে করা হচ্ছে।