TRENDING:

Urine Problem: ঘন-ঘন প্রস্রাব হচ্ছে? ফেলে না-রেখে চিকিৎসকের কাছে যেতে হবে, শরীরে লুকিয়ে থাকতে পারে বড় কোনও রোগ!

Last Updated:
Urine Problem: ঘন-ঘন প্রস্রাব অনেক রোগেরই উপসর্গ হতে পারে !
advertisement
1/8
ঘন-ঘন প্রস্রাব হচ্ছে? হেলাফেলা করবেন না, শরীরে লুকিয়ে থাকতে পারে বড় রোগ!
শরীর থেকে বিষাক্ত পদার্থ শরীরের বাইরে বেরিয়ে যায় মল অথবা মূত্রের মাধ্যমে। এক জন মানুষ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত অনেক বারই মূত্র ত্যাগ (Urination) করে। কিন্তু অনেকেই হয় তো সঠিক ভাবে জানেনই না যে, দিনে কত বার প্রস্রাব হওয়া স্বাভাবিক। দিনে ১ থেকে ২ লিটার জল পান করলে ৬ থেকে ৭ বার প্রস্রাব হতে পারে। আর সেটা স্বাভাবিকও। কিন্তু যদি ঘন-ঘন অথবা দিনে ১০ থেকে ১৫ বার প্রস্রাব হয়, তা কিন্তু একেবারেই স্বাভাবিক নয়। বাড়াতে পারে চিন্তা। কারণ শরীরে ঘাঁটি গেড়ে থাকা জটিল রোগের ইঙ্গিত দিতে পারে এই সমস্যা। তাই জেনে নেওয়া যাক, ঘন-ঘন প্রস্রাব হওয়া কোন কোন জটিল রোগের উপসর্গ। Representative Image
advertisement
2/8
ঘন-ঘন প্রস্রাব এই সব রোগের উপসর্গ হতে পারে: ইউটিআই (ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন): এই সংক্রমণ মহিলাদের মধ্যে বেশ সাধারণ। কিন্তু এই রোগ পুরুষদের মধ্যেও দেখা দিতে পারে। এই সংক্রমণের একটি লক্ষণ হল ঘন ঘন প্রস্রাব। আর প্রস্রাব করলেও তৃপ্তি পাওয়া যায় না। Representative Image
advertisement
3/8
প্রস্টেট বৃদ্ধি (BPH): যেসব পুরুষের বয়স ৫০ বছরের বেশি, তাঁদের মধ্যেই সাধারণত এই সমস্যা দেখা যায়। কিন্তু কম বয়সীদের ঘনঘন প্রস্রাব হলে ডাক্তার দেখানো প্রয়োজন। Representative Image
advertisement
4/8
ডায়াবেটিস: ডায়াবেটিস একটি দীর্ঘস্থায়ী রোগ। আর এই রোগ যে কোনও বয়সের মানুষের যে কোনও সময়ই হতে পারে এবং ঘন ঘন প্রস্রাব হওয়াটাও এই রোগের লক্ষণ। Representative Image
advertisement
5/8
কিডনি বা ইউরেটিক স্টোন: বার বার প্রস্রাব হওয়া কিডনি স্টোনের উপসর্গ হতে পারে। কিডনিতে স্টোন হলে ঘন-ঘন প্রস্রাবের বেগ আসে। তাই এই সমস্যা দেখা দিলে ফেলে না-রেখে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে। Representative Image
advertisement
6/8
যৌন বাহিত রোগ বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন (STI ): যৌন বাহিত রোগের কারণে কিংবা যৌন সংসর্গে ছড়িয়ে পড়া সংক্রমণের কারণে পুরুষদের ঘন ঘন প্রস্রাব হওয়ার সমস্যা দেখা দিতে পারে। এমনকী প্রস্রাব করার সময়ে ব্যথা এবং অস্বস্তিও অনুভূত হয়। Representative Image
advertisement
7/8
মূত্রথলির ক্যানসার: মূত্রাশয় হল প্রস্রাবের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। যদি ঘন ঘন প্রস্রাব হয়, তাহলে মূত্রথলির ক্যানসার পরীক্ষা করারও পরামর্শ দেওয়া হয়। Representative Image
advertisement
8/8
সব শেষে এটা বলা আবশ্যক যে, যাঁরা ঘন-ঘন প্রস্রাবের সমস্যায় ভুগছেন, তাঁদের অবশ্যই এক বার চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। তার পর শরীরে কোনও ঘাতক রোগ বাসা বেঁধেছে কি না, তা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সহজেই জেনে নেওয়া যাবে। তার পর সেই মতো চিকিৎসা করালে রোগ মুক্তি ঘটবে। Representative Image
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Urine Problem: ঘন-ঘন প্রস্রাব হচ্ছে? ফেলে না-রেখে চিকিৎসকের কাছে যেতে হবে, শরীরে লুকিয়ে থাকতে পারে বড় কোনও রোগ!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল