UTI Home Remedies: UTI বা মূত্রনালীর সংক্রমণের জ্বালায় অসহ্য যন্ত্রণা? সহজেই মুক্তি পান এই ঘরোয়া টোটকাগুলিতে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
UTI Home Remedies: অ্যান্টি বায়োটিক-সহ একাধিক ওষুধ আছে এই সমস্যা নিয়ন্ত্রণে। সেগুলি সবই গ্রহণ করুন ডাক্তারের পরামর্শ মতো। সেইসঙ্গে আছে ঘরোয়া প্রতিকারও।
advertisement
1/7

Urinary Tract Infection বা UTI অর্থাত মূত্রনালীর সংক্রমণে আক্রান্ত হওয়ার প্রবণতা পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে বেশি।
advertisement
2/7
বছরের অন্যান্য সময়ের তুলনায় গরমকালে ইউটিআই সংক্রান্ত সমস্যা বেড়ে যায়। প্রস্রাবে জ্বলনের পাশাপাশি তলপেটে ব্যথা থেকে শুরু করে জ্বরও চলে আসে এই সংক্রমণে।
advertisement
3/7
অ্যান্টি বায়োটিক-সহ একাধিক ওষুধ আছে এই সমস্যা নিয়ন্ত্রণে। সেগুলি সবই গ্রহণ করুন ডাক্তারের পরামর্শ মতো। সেইসঙ্গে আছে ঘরোয়া প্রতিকারও। বলছেন পুষ্টিবিদ রূপালি দত্তা।
advertisement
4/7
তাঁর মতে ইউটিআই-এর অন্যতম কারণ শরীর শুষ্ক হয়ে যাওয়া বা ডিহাইড্রেশন। তাই তিনি প্রথমেই প্রেসক্রাইব করেছেন প্রচুর জলপান। প্রতি ঘণ্টায় এক গ্লাস জলপান করতে হবে বলে তিনি বলছেন।
advertisement
5/7
ক্র্যানবেরি জুস খুবই উপকারী এই সমস্যা নিয়ন্ত্রণে। তবে বাজারে প্যাকেটজাত রস না খেয়ে টাটকা রস খাওয়ার চেষ্টা করুন।
advertisement
6/7
টকদইয়ে প্রচুর প্রোবায়োটিক্স আছে। বিশেষজ্ঞদের মতে এর ফলে ইনফ্লেম্যাশন কমে।
advertisement
7/7
একবার হলে বার বার ইউটিআই হওয়ার প্রবণতা থাকে। তাই জলপানের পরিমাণ কমাবেন না। প্রস্রাবের বেগ চেপে রাখবেন না। বেসিক স্বাস্থ্যবিধি মেনে চলুন। চেষ্টা করুন পাবলিক টয়লেট এড়িয়ে চলার।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
UTI Home Remedies: UTI বা মূত্রনালীর সংক্রমণের জ্বালায় অসহ্য যন্ত্রণা? সহজেই মুক্তি পান এই ঘরোয়া টোটকাগুলিতে