Uric Acid Control: ইউরিক অ্যাসিডের যন্ত্রণায় মাটিতে পা ফেলতে পারেন না? এই ঘরোয়া খাবারগুলি খান সকালে, দূর হবেই কষ্ট
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Uric Acid Control: শরীরে ইউরিক অ্যাসিড জমে গেলে গাউট বা গেঁটে ব্যথা থেকে শুরু করে কিডনি স্টোনের মতো সমস্যা দেখা দেয়৷ ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লে পায়ের গোড়ালি, আঙুল, পায়ের পাতা-সহ বিভিন্ন অংশে যন্ত্রণা হয়৷ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ তো খেতেই হবে৷ সেইসঙ্গে ডায়েটও খুব জরুরি৷ কোন কোন খাবার খাবেন , কোনটা খাবেন না-তার উপর নির্ভর করে ইউরিক অ্যাসিডের মাত্রা৷
advertisement
1/10

আমাদের শরীরে পিউরিন ভেঙে ইউরিক অ্যাসিডের জন্ম৷ সাধারণত মূত্রের মাধ্যমে এই বর্জ্য বেরিয়ে যায় আমাদের শরীর থেকে৷
advertisement
2/10
শরীরে ইউরিক অ্যাসিড জমে গেলে গাউট বা গেঁটে ব্যথা থেকে শুরু করে কিডনি স্টোনের মতো সমস্যা দেখা দেয়৷
advertisement
3/10
ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লে পায়ের গোড়ালি, আঙুল, পায়ের পাতা-সহ বিভিন্ন অংশে যন্ত্রণা হয়৷
advertisement
4/10
চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ তো খেতেই হবে৷ সেইসঙ্গে ডায়েটও খুব জরুরি৷ কোন কোন খাবার খাবেন , কোনটা খাবেন না-তার উপর নির্ভর করে ইউরিক অ্যাসিডের মাত্রা৷ বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা৷
advertisement
5/10
ইউরিক অ্যাসিড কমাতে সবার আগে শরীরকে হাইড্রেটেড রাখতে হবে৷ পর্যাপ্ত জল পান করলে ইউরিক অ্যাসিড বার হবে শরীর থেকে৷
advertisement
6/10
উষ্ণ জলে মেশান লেবুর রস৷ সকালে খালি পেটে পান করলে শরীর ক্ষারের প্রভাব বাড়ে৷ শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমবে৷
advertisement
7/10
সকালের ডায়েটে রাখুন চেরিফল৷ কাঁচা ফল হিসেবে খেতে পারেন৷ এছাড়া পান করতে পারেন চেরিফলের রসও৷ কমবে ইউরিক অ্যাসিডের সমস্যা৷
advertisement
8/10
কালোজাম, স্ট্রবেরির মতো বেরিজাতীয় ফলে অ্যান্টি অক্সিড্যান্ট ও অ্যান্টি ইনফ্লেম্যাটরি গুণ বেশি৷ সকালে বেরিজাতীয় ফল খেলে শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমবে৷
advertisement
9/10
অ্যান্টি অক্সিড্যান্টের জন্য ভরসা করুন সেলেরি-র উপর৷ অ্যান্টি ইনফ্লেম্যাটরি, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ভাইরাল বৈশিষ্ট্য থাকায় ইনফ্লেম্যাশন কমিয়ে গাউট বা কিডনির সমস্যা রোধ করে৷
advertisement
10/10
সকালে এক গ্লাস ভর্তি জল খান এক চামচ কাঁচা এবং আনফিল্টার্ড অ্যাপল সিডার ভিনিগার৷ সার্বিক স্বাস্থ্য ভাল থাকার পাশাপাশি ইউরিক অ্যাসিডের প্রকোপ কমবে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Uric Acid Control: ইউরিক অ্যাসিডের যন্ত্রণায় মাটিতে পা ফেলতে পারেন না? এই ঘরোয়া খাবারগুলি খান সকালে, দূর হবেই কষ্ট