Dal causing Uric Acid: ইউরিক অ্যাসিডের যন্ত্রণায় আপনার চোখে জল? খাবেনই না এরকম ‘৪ ডাল’! চড়চড়িয়ে ইউরিক অ্যাসিড বেড়ে তছনছ হবে শরীর
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Dal causing Uric Acid: যে সব ডালে পিউরিন বেশি, সেগুলি বাদ দিতে হবে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে
advertisement
1/6

ইউরিক অ্যাসিড শরীর থেকে বেরতে না পারলে জমতে থাকে গাঁটে গাঁটে৷ ফলে যন্ত্রণার আর শেষ থাকে না৷ জটিলতা বাড়লে কিডনি স্টোনও হতে পারে৷
advertisement
2/6
ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল ডায়েট৷ কী খাবেন, কী খাবেন না সেগুলি খুবই গুরুত্বপূর্ণ৷ জেনে নিন কোন ৪ ডাল একদমই খাওয়া যাবে না৷ কারণ পিউরিন সমৃদ্ধ এই ডাল খেলে বাড়বে ইউরিক অ্যাসিড৷ বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর।
advertisement
3/6
যে সব ডালে পিউরিন বেশি, সেগুলি বাদ দিতে হবে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে। মুসুরডালে পিউরিন বেশি। তাই পুষ্টির আধার হলেও ইউরিক অ্যাসিডে বাদ দিতে হবে এই ডাল।
advertisement
4/6
বাঙালিদের প্রিয় ছোলার ডালেও পিউরিন বেশি। তাই এই ডালও এড়িয়ে যেতে হবে।
advertisement
5/6
কালো অড়হর ডাল ব্যবহৃত হয় দোসা, ইডলি-সহ নানা ভারতীয় রান্নায়। সুস্বাদু এই ডাল খাওয়া যাবে না ইউরিক অ্যাসিডে। কারণ এতে পিউরিন বেশি।
advertisement
6/6
ভাঙা অড়হর ডালের তুলনায় গোটা অড়হর ডালে পিউরিন বেশি। তাই এই ডালও ডায়েটে রাখা যাবে না ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Dal causing Uric Acid: ইউরিক অ্যাসিডের যন্ত্রণায় আপনার চোখে জল? খাবেনই না এরকম ‘৪ ডাল’! চড়চড়িয়ে ইউরিক অ্যাসিড বেড়ে তছনছ হবে শরীর