TRENDING:

Urination Habit: স্নানের সময় শরীরে জল পড়লেই প্রস্রাব করে ফেলেন? জটিল রোগের লক্ষণ নয় তো? এড়িয়ে চললেই বিপজ্জনক...! জানুন কী বলছেন চিকিৎসক

Last Updated:
Unsual Urination Habit: স্নান করার সময় প্রস্রাবের বেগ আসে? গায়ে জল পড়লেই কি এমনটা হয়৷ আসলে স্নান করার সময় মূত্রত্যাগ করা অনেকেরই অভ্যাস৷
advertisement
1/7
স্নানের সময় শরীরে জল পড়লেই প্রস্রাব করে ফেলেন? জটিল রোগের লক্ষণ নয় তো? এড়িয়ে চললেই...
স্নান করার সময় প্রস্রাবের বেগ আসে? গায়ে জল পড়লেই কি এমনটা হয়৷ আসলে স্নান করার সময় মূত্রত্যাগ করা অনেকেরই অভ্যাস৷ ছোটবেলার এই অভ্যাসই বড় পর্যন্ত থেকে যায়৷
advertisement
2/7
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটা তেমন কোনও সমস্যা নয়৷ তবে জল গায়ে ঢালা মাত্রই প্রস্রাবের বেগ আসাটাও কিন্তু ভাল অভ্যেস নয়৷
advertisement
3/7
ডাক্তারদের মতে, স্নানের সময় প্রস্রাব করা ভাল। তবে কিছু গবেষকের মতে, স্নানের সময় প্রস্রাব করা কোনও দোষের নয়, তবে শর্ত থাকে যে আপনি এটি আপনার স্নানের সময় করেন, পাবলিক টয়লেট ব্যবহার করার সময় ভুলেও করবেন না।
advertisement
4/7
স্নানের সময় প্রস্রাব করা মহিলাদের জন্য ক্ষতিকর হতে পারে৷ কারণ মূত্রথলি পুরো খালি থাকে না, যার ফলে পেলভিক পেশিতে চাপ থাকে৷ অনেকসময় এমনটাও দেখা যায় যে, হাঁচি বা কাশির সময়েও প্রস্রাব করে ফেলেন অনেকে৷
advertisement
5/7
হেলথ লাইন ম্যাগাজিনের একটি প্রতিবেদন অনুসারে, কেবল প্রস্রাবই নয়, শরীর থেকে নির্গত অন্যান্য তরল যেমন ঘাম,কফ এবং মলও বেরিয়ে যেতে পারে। তাই, যদি আপনি স্নান করার সময় প্রস্রাব করেন, তাহলে নির্দ্বিধায় তা বের করে দিন।
advertisement
6/7
তবে বিশেজ্ঞেরা জানাচ্ছেন, স্নানের সময় এই অভ্যাস পুরুষদের ক্ষেত্রে ভাল নয়৷ এর থেকে পেলভিক ফ্লোর ডিসফাংশনের কারণ হতে পারে। কারণ এমনটা হলে কোনও শব্দ শুনলেই প্রস্রাব হয়ে যেতে পারে ।
advertisement
7/7
অনেকসময় এই অভ্যাস মূত্রথলিতে সংক্রমণ (ইউটিআই)-এর আশঙ্কা বাড়িয়ে দিতে পারে। এছাড়াও মূত্রথলিতে সংক্রমণ থাকলে পাবলিক টয়লেটে প্রস্রাব করলে কিছু ব্যাকটেরিয়া জমে থাকার কারণে সংক্রমণ হওয়ার সম্ভাবনা আরও দ্বিগুণ বেড়ে যেতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Urination Habit: স্নানের সময় শরীরে জল পড়লেই প্রস্রাব করে ফেলেন? জটিল রোগের লক্ষণ নয় তো? এড়িয়ে চললেই বিপজ্জনক...! জানুন কী বলছেন চিকিৎসক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল