Unlimited Biriyani News: শহরে বাড়ি নয় তো কী! এবার আপনার এলাকাতেও ১০০ টাকায় আনলিমিটেড বিরিয়ানি, দুর্গাপুজো ‘জমে দই’
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Unlimited Biriyani News: মাত্র ১০০ টাকায় আনলিমিটেড বিরিয়ানি, পুজোর দিনের ডেস্টিনেশন হোক এই জায়গা, তবে শুধু পুজোর দিনে নয়, এখন থেকেই শুরু হয়েছে ১০০ টাকায় আনলিমিটেড বিরিয়ানি।
advertisement
1/6

: বিরিয়ানি! নাম শুনলে সকলেরই জিভে জল আসে। পুজোর চারটা দিন প্রিয়জন কিংবা পরিবারের সঙ্গে যেমন ঘোরা থাকে, তেমনইবেশিরভাগ মানুষেরই পছন্দের তালিকায় থাকে বিরিয়ানি। তবে আপনার পছন্দের বিরিয়ানি যদি হয় পেট ভর্তি, তাও মাত্র ১০০ টাকায়, পুজোর কটা দিন বেশ জমে যায় তাই না? পুজো উপলক্ষে এমন অফার প্রত্যন্ত গ্রামীণ এলাকার একটি দোকানে।
advertisement
2/6
প্রমাণ সাইজের চিকেন পিস, আলু, ডিম এবং প্রয়োজনমতো আনলিমিটেড রাইস। মাত্র ১০০ টাকায় পাওয়া যাবে চিকেন বিরিয়ানি। শুধু তাই নয় একইসঙ্গে সামান্য দামে মিলবে চিকেন চাপ, মাটন বিরিয়ানি সহ আরও অনেক খাবারের আইটেম।
advertisement
3/6
আট থেকে আশি এখন পছন্দের তালিকায় বিরিয়ানি। গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি, সঙ্গে চিকেন লেগ পিস, আলু আর ডিম। রাতের ডিনার জমে যাবে পুজোর দিনে। পশ্চিম মেদিনীপুরের পিংলার মুণ্ডমারি এলাকায় একটি দোকানে মিলছে এমনই সুবিধা।
advertisement
4/6
তবে শুধু পুজোর দিনে নয়, এখন থেকেই শুরু হয়েছে ১০০ টাকায় আনলিমিটেড বিরিয়ানি। পেট ভর্তি না হওয়া পর্যন্ত নিতে পারবেন রাইস। সঙ্গে অবশ্যই থাকছে প্রমাণ সাইজের চিকেন।
advertisement
5/6
প্রসঙ্গত বাঙালির বারো মাসে তেরো পার্বণ। যেমন পার্বণেমেতে থাকেন মানুষ তেমনইপুজোয় ঘোরার পর রাতের খাবার অবশ্যই চাই। পরিবার কিংবা প্রিয়জনকে নিয়ে রেস্টুরেন্টে নানান ধরনের খাবার খান প্রত্যেকে। তবেই এবার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় বিরিয়ানির স্বাদ মিলবে তাও মাত্র ১০০ টাকায় আনলিমিটেড। মুণ্ডমারি এলাকার এই দোকানে মিলছে এমন সুবিধা।
advertisement
6/6
বেশ কয়েক মাস শুরু হয়েছে এই ব্যবসা। স্বল্প মূল্যে সাধারণ মানুষের কাছে পছন্দের খাবার পৌঁছে দিতে তাদের এই উদ্যোগ। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় তাই পেট ভর্তি বিরিয়ানি খেতে পারবেন বাচ্চা থেকে বুড়ো সকলে।তাই পুজোর দিনে আপনার ডেস্টিনেশন হোক এই জায়গা। মন ভরে বিরিয়ানি খান। ধোঁয়া ওঠা গরম বিরিয়ানির সঙ্গে কাটুক পুজোর কটা দিন। Input- Ranjan Chanda
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Unlimited Biriyani News: শহরে বাড়ি নয় তো কী! এবার আপনার এলাকাতেও ১০০ টাকায় আনলিমিটেড বিরিয়ানি, দুর্গাপুজো ‘জমে দই’