উত্তরবঙ্গে সমুদ্র! এখন মালদহের 'মিনি দিঘা' পর্যটকদের নতুন ঠিকানা, সপ্তাহান্তে ঘুরে আসুন
- Reported by:Jiam Momin
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Weekend Trip: মালদহের পুরাতন মালদা ব্লকের ভাটরা বিল এখন পর্যটকদের কাছে 'মিনি দিঘা' নামে পরিচিত। বর্ষাকালে এই বিলে সমুদ্রের মতো ঢেউ দেখা যায়
advertisement
1/6

সমুদ্রের মত ঢেউ, চারিদিকে শুধু জল আর জল। দিঘার প্ল্যান বদলে জেলার পর্যটকরা ভিড় জমাচ্ছেন মালদহের এই মিনি দিঘায়। বিকেল হলেই ভিড় জমছে জেলা বিভিন্ন প্রান্তের মানুষজনের। জলের স্রোত যেন সমুদ্রের ঢেউ।
advertisement
2/6
জোয়ার ভাটা না হলেও নিয়মিত ঢেউ দেখা মিলছে এই মিনি দিঘায়। কোন নদী বা ঝিল নয় মালদহের পুরাতন মালদা ব্লকের দক্ষিণ ভাটরা গ্রামের বিল যেন এক টুকরো সমুদ্র সৈকত।
advertisement
3/6
তবে এই বিলে সমুদ্রের মত অনুভূতি দেখা মিলে শুধু বর্ষাকালে। বর্ষাকালে প্রবল বর্ষণের ফলে জলমগ্ন হয়ে থাকে গোটা বিল। বছরে প্রায় তিন থেকে চার মাস জল থাকে এই বিলে। এই সময়টা ভিড় জমে সমুদ্রের মতো দেখতে এই ভাটরা বিলে।
advertisement
4/6
জেলা বাসীদের কাছে এই বিল পরিচিত ভাটরা বিল নামে। তবে নতুন করে এই বিলটি পর্যটকদের কাছে নাম পেয়েছে মিনি দিঘা হিসেবে। বিশেষত সপ্তাহে তিন দিন ব্যাপক ভিড় জমে পর্যটকদের। শনিবার, রবিবার এবং সোমবার মেলার মত পরিবেশ তৈরি হয় গোটা বিল চত্বর এলাকায়।
advertisement
5/6
স্থানীয় এক আইসক্রিম বিক্রেতা জানান, সুখা মরশুমে সারা বছর এই বিলে জমি মালিকরা বিভিন্ন রকম ফসল চাষ করেন। তবে বর্ষাকালে শ্রাবণ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত এই বিলে জল থাকে। যার ফলে জেলা সহ পাশের জেলার পর্যটকরা ঘুরতে আসেন এই ভাটরা বিলে।
advertisement
6/6
বিকেল নামলেই পর্যটকদের আনাগোনা শুরু হয় বিল চত্বরে। পিকনিক, নৌকা বিহার, মেলা সহ একাধিক রকম মনোরম পরিবেশ গড়ে উঠে। পুরাতন মালদা ব্লকের দক্ষিণ ভাটরা, মাধাইপুর সহ বেশ কয়েকটি গ্রামের সঙ্গে যুক্ত এই বিল। জেলায় মিনি দিঘা নামে চর্চিত হওয়ায় এই বিলে জলের ঢেউ দেখতে ভিড় জমছে জেলার বিভিন্ন প্রান্তের পর্যটকদের।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
উত্তরবঙ্গে সমুদ্র! এখন মালদহের 'মিনি দিঘা' পর্যটকদের নতুন ঠিকানা, সপ্তাহান্তে ঘুরে আসুন