Lights & Decor Ideas: আলোর কারসাজিতেই বাড়িতে আসুক পুজো ফিল, জমে উঠবে আড্ডা !
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Lights & Decor Ideas: শুধু রাস্তাঘাট কেন, আলোয় ঝলমলে হয়ে উঠুক বাড়িও
advertisement
1/9

দুর্গাপুজো ঘিরে শহরে আলোর রোশনাই (Festive look)। শুধু রাস্তাঘাট কেন, আলোয় ঝলমলে হয়ে উঠুক বাড়িও। অনেকেই পুজোর ক'টা দিন হাউজ পার্টি করেন। ফলে বাড়ি-ঘরও পরিপাটি করে সুন্দর সাজিয়ে (Lights & Decor Ideas) রাখতে হবে। কারণ যখন অতিথিরা বাড়িতে এসে রুচির প্রশংসা করবে, তখন নিমেষেই মন ভালো হয়ে যাবে। (Photo Collected)
advertisement
2/9
গৃহসজ্জার এক অনন্য উপকরণ হতে পারে ল্যাম্প শেড। রকমারি ডিজাইন, রং, সাইজ দেখে পছন্দ করে নিতে পারেন নিজের বাজেট অনুযায়ী। যদি ঘরে একটু ট্রাডিশনাল লুক (Lights & Decor Ideas) দিতে চান তা হলে বেছে নিতে পারেন মধুবনী পেন্টিং বা কলমকারি প্রিন্টের ল্যাম্প শেড। (Photo collected)
advertisement
3/9
পুজোর আগে ঘরের লুক (festive look) পাল্টানোর জন্য স্পটলাইটিং এক অনবদ্য উপায়। আজকাল অনেকের বাড়িতে ডিজাইনার দেওয়াল থাকে, এই ধরনের দেওয়াল হাইলাইট করার জন্য স্পটলাইট জাতীয় আলো খুবই ভাল (Photo Collected)
advertisement
4/9
পুজো উপলক্ষে অন্দরসজ্জায় (Home Decor) একটা অন্যরকম লুক আনার জন্য ঝোলানো যায় ঝাড়বাতি (Chandelier)। যা খানিকটা ঘরের অলঙ্কারের কাজ করবে। তা ছাড়া, ঘরের মধ্যে একটা আলাদাই রাজকীয়তা বিরাজ করবে। অনেক সময় খাওয়ার টেবিল লম্বা হলে একটা ঝাড়বাতি যেন হারিয়ে যায়। তাই তার থেকে এক সঙ্গে ২-৩টে বেশ দেখতে ভাল লাগে। অর্থাৎ পর পর কয়েকটা ঝোলালে আরও আকর্ষণীয় দেখাবে।
advertisement
5/9
ঘরের সাজের সঙ্গে মিলিয়ে ঝাড়বাতি কেনা উচিত। আধুনিক সাজসজ্জার (Lights & Decor Ideas) সঙ্গে সেই ধরনের, আবার সাবেকি সাজের সঙ্গে সাবেক স্টাইলের ঝাড়বাতি মানায়। ঘরের সাজে যদি মূর্তি অথবা কোনও রকম স্থাপত্যের আধিক্য থাকে, তা হলে সাবেকি ধরনের বেশ জমকালো ঝাড়বাতি সুন্দর দেখাবে। আবার ঘরে আধুনিক সাজসজ্জা হলে খুবই ছিমছাম ডিজাইনের ঝাড়বাতি ঝোলানো উচিত!
advertisement
6/9
প্রিয় কোনও পেন্টিং, অথবা প্রিয় কোনও ছবি ফ্রেম করে বসার ঘরে ঝুলিয়ে দিন। তার উপরে থাক স্পটলাইট বাল্ব। (Photo Collected)
advertisement
7/9
একঘেয়ে সাদা আলোর টিউবলাইট ছেড়ে এই পুজোয় বেছে নিতে পারেন হলুদ আলোর টিউবলাইট। হলুদ আলো ঘরে এনে দেবে আভিজাত্যের ছোঁয়া।
advertisement
8/9
নিমেষে যে কোনও ঘরের চেহারা বদলে দিতে পারে টুনি বাল্বের ছড়া
advertisement
9/9
ঘর সাজানোর আরেক অভিনব উপায় হল হিডেন লাইটিং
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Lights & Decor Ideas: আলোর কারসাজিতেই বাড়িতে আসুক পুজো ফিল, জমে উঠবে আড্ডা !