TRENDING:

Weekend Trip: নির্জনতা সঙ্গী, কাপল ফ্রেন্ডলি 'এই' জায়গা কলকাতার একেবারে কাছেই, সপ্তাহান্তে কয়েকঘণ্টা কাটিয়ে আসুন

Last Updated:
Weekend Trip: ঘর থেকে একটু বাইরে বেরোলেই যেমন কাঠফাটা রোদ্দুর ঠিক তেমনই ঘেমে-নেয়ে অস্থির। এমন হাঁসফাঁস গরমে একটু শান্ত সবুজ মনোরম নিরিবিলি পরিবেশে প্রিয়জনকে নিয়ে ঘুরতে বের হলে কেমন হয়? জানুন...
advertisement
1/6
নির্জনতা সঙ্গী, কাপল ফ্রেন্ডলি 'এই' জায়গা কলকাতার একেবারে কাছেই, সপ্তাহান্তে ঘুরে আসুন
*ঘর থেকে একটু বাইরে বেরোলেই যেমন কাঠফাটা রোদ্দুর, ঠিক তেমনই ঘেমে-নেয়ে অস্থির। এমন হাঁসফাঁস গরমে একটু শান্ত সবুজ মনোরম নিরিবিলি পরিবেশে প্রিয়জনকে নিয়ে ঘুরতে বের হলে কেমন হয়?
advertisement
2/6
*শহরে মানুষের পছন্দের তালিকায় অনেকসময় থাকে গ্রামের দিকের একটু নিরিবিলি পরিবেশ। যদি কম বাজেটে দিনের মধ্যেই কোলকাতা থেকে খুব কাছে কোথাও ঘুরতে যাওয়ার মন চায়, তবে অবশ্যই আপনার গন্তব্যের তালিকায় থাকা উচিত টাকির কাছের হাসনাবাদে জলরাশি ঘিরে একচিলতে গ্রাম্য পরিবেশে ভরপুর খোলা হাওয়া উদ্যান।
advertisement
3/6
*ইছামতীর অদূরেই অবস্থিত ও চারিদিকে জলরাশির অবয়বে ঘেরা দিঘির পাশাপাশি একাধিক রংবেরঙের সবুজের ভরিয়ে তুলবে আপনার মনকে। শিশুদের মনোরঞ্জনের জন্য পার্কটিতে বসানো হয়েছে বিভিন্ন খেলনা, দোলনার উপকরণ।
advertisement
4/6
*উত্তর ২৪ পরগণা জেলার হাসনাবাদের মোহনপুরে গড়ে ওঠা ইছামতীর তীরে এই স্পটে গ্রীস্মের দাবদাহে যেমন পাবেন শান্ত মনোরম পরিবেশ পাশাপাশি শীতের সময়ে পিকনিকে যেন নতুন রসদ যোগায়।
advertisement
5/6
*ট্রেনে শিয়ালদহ স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরে দু-ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন হাসনাবাদ স্টেশন। সেখান থেকে অটো কিংবা টোটোতে ১০-১৫ মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন এই স্পটে।
advertisement
6/6
*স্পটের চারিপাশে ঘেরা বড় জলের দিঘীতে যেমন রং-রংয়ের মাছ, ঠিক তেমনই রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। এখানে সঙ্গীকে সঙ্গে নিয়ে বোটিং করতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Weekend Trip: নির্জনতা সঙ্গী, কাপল ফ্রেন্ডলি 'এই' জায়গা কলকাতার একেবারে কাছেই, সপ্তাহান্তে কয়েকঘণ্টা কাটিয়ে আসুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল