TRENDING:

Viral Fever: শরীর দুর্বল, কাঁপুনি, হাত-পায়ে ব্যথা, কী হয়েছে? সাধারণ জ্বর ভেবে ছাড় দেবেন না, পরিণতি ভয়াবহ

Last Updated:
Types of Fever: ঘরে ঘরে জ্বর! ডেঙ্গি না ম্যালেরিয়া বুঝবেন কীভাবে, জানুন
advertisement
1/5
শরীর দুর্বল,কাঁপুনি-ব্যথা,কী হয়েছে?সাধারণ জ্বর ভেবে ছাড় দেবেন না,পরিণতি ভয়াবহ
রাজ্য জুড়ে বর্ষার প্রকোপ | ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি লেগেই রয়েছে | কিন্তু এর মধ্যে সাধারণ জ্বর, ম্যালেরিয়া, ডেঙ্গি নির্বাচন করা মুশকিল হয়ে পড়ে | যার জেরে সঠিক সময় চিকিৎসা হয় না৷ (রাকেশ মাইতি)
advertisement
2/5
এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল জ্বরের আসল রূপ বোঝা | কারণ এইসময় ম্যালেরিয়া, ডেঙ্গির মত মশাবাহিত রোগগুলির প্রবণতাও বেশি থাকে | আবার জ্বরটি নেহাতই সাধারণ ভাইরাল জ্বরও হতে পারে | জেনে নিন চিকিৎসক বিপ্লব মণ্ডলের কাছ থেকে কীভাবে সাধারণ জ্বর এবং ম্যালেরিয়া, ডেঙ্গির মধ্যে পার্থক্য বুঝবেন |
advertisement
3/5
রাজ্য জুড়ে ডেঙ্গির প্রকোপ| এর মধ্যে যদি ২ থেকে ৭ দিন টানা জ্বর গা, হাত, পা এবং মাথা ব্যথা হয় সেক্ষেত্রে বুঝতে হবে ডেঙ্গির উপসর্গ রয়েছে। এমনকি ডেঙ্গিতে ত্বকে ফুসকুড়িও দেখা যায়৷ ম্যালেরিয়ার জ্বরে তাপমাত্রা খুব বেড়ে যায় | সঙ্গে ঠাণ্ডা লাগা | ঘাম হওয়া এমনকি খুব কাঁপুনিও হয় | যে কাঁপুনি ১৫ মিনিট থেকে ১ ঘণ্টা স্থায়ী হয় | সঙ্গে দোসর মাথাব্যথা, ক্লান্তি, পেশিতে ব্যথা এবং বমি বমি ভাব | এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
advertisement
4/5
সাধারণ জ্বর বছরের যে কোনও সময় হতে পারে | তবে আবহাওয়া পরিবর্তনের সময় এই রোগ বেশি হতে দেখা যায় | এছাড়া বর্ষাকালে বৃষ্টির কারণে প্রায়শ জ্বর ঠান্ডা লেগেই থাকে |
advertisement
5/5
*সাধারণ জ্বরের লক্ষণগুলো হল:* সাধারণ জ্বরের ক্ষেত্রে সর্দি, গলাব্যথা, শরীরে হালকা ব্যথা, দুর্বলতার মতো উপসর্গ থাকে| হঠাৎ জ্বর আসে এবং কয়েকদিন ধরে চলতে থাকে | শরীর-হাত পা ম্যাজ ম্যাজ করে | জ্বরের সঙ্গে সর্দি-কাশিও থাকে | মুখের স্বাদ নষ্ট হয়ে খিদে কমে যায় ও বমি বমি ভাব থাকে |
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Viral Fever: শরীর দুর্বল, কাঁপুনি, হাত-পায়ে ব্যথা, কী হয়েছে? সাধারণ জ্বর ভেবে ছাড় দেবেন না, পরিণতি ভয়াবহ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল