TRENDING:

Fake watermelon lychee: বাজার ছেয়ে গিয়েছে 'নকল' লিচু, তরমুজে? চিনুন সহজেই, খরচ মাত্র ২ টাকা

Last Updated:
এই ধরনের তরমুজ এবং লিচু কাঁচা অবস্থাতেই রং ব্যবহার করে বাজারে বিক্রি করা হয়৷
advertisement
1/6
বাজার ছেয়ে গিয়েছে 'নকল' লিচু, তরমুজে? চিনুন সহজেই, খরচ মাত্র ২ টাকা
গরম কাল মানেই আমের পাশাপাশি বাজার ভরে যায় তরমুজ, লিচুর মতো রসালো ফলে৷ কিন্তু অনেকেই জানেন না, তরমুজ, লিচুর নামে কীভাবে ঠকানো হচ্ছে মানুষকে?
advertisement
2/6
তবে নকল বলতে প্লাস্টিক অথবা অন্য ভাবে তৈরি নয়, এই ধরনের তরমুজ এবং লিচু কাঁচা অবস্থাতেই রং ব্যবহার করে বাজারে বিক্রি করা হয়৷
advertisement
3/6
তরমুজের ক্ষেত্রে সিরিঞ্জের মধ্যে লাল রং মিশিয়ে তরমুজের ভিতরে মিশিয়ে দেওয়া হয়৷ একই ভাবে সুগার সিরাপ সিরিঞ্জ দিয়ে পুশ করা হয় মিষ্টি করার জন্য৷
advertisement
4/6
আবার লিচুর উপরে লাল রং স্প্রে করা হয় সেগুলিকে লাল দেখানোর জন্য৷ অথচ আসলে সেগুলি কাঁচাই থাকে৷
advertisement
5/6
যদি লিচু রং করা হয়, তাহলে সেগুলির গায়ে তুলো ঘষলেই তুলোয় লাল রং উঠে আসবে৷ একই ভাবে তরমুজ কেটে তার লাল অংশে তুলো ঘষতে হবে৷
advertisement
6/6
তরমুজের ভিতরে যদি কৃত্রিম রং মেশানো থাকে, তাহলে তুলো ঘষলেই তা গাঢ়ো লাল হয়ে যাবে৷ আর না হলে, তুলো গায়ে হালকা গোলাপি রং লেগে যাবে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Fake watermelon lychee: বাজার ছেয়ে গিয়েছে 'নকল' লিচু, তরমুজে? চিনুন সহজেই, খরচ মাত্র ২ টাকা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল