TRENDING:

Tulsi Plant Care: গরমেও তুলসিগাছ থাকবে সতেজ ও প্রাণবন্ত! শুধু করতে হবে এই কাজ

Last Updated:
Tulsi Plant Care: তুলসিগাছের উপকারিতার শেষ নেই। আধ্যাত্মিক এবং ভেষজ-দু’ দিকেই এই গাছের অপরিসীম গুণ। তাই গৃহস্থ বাড়িতে এই গাছ থাকা প্রয়োজনীয়। গরম আসছে। তুলসিগাছের যত্ন নিতে কী করবেন, জেনে নিন।
advertisement
1/7
গরমেও তুলসিগাছ থাকবে সতেজ ও প্রাণবন্ত! শুধু করতে হবে এই কাজ
তুলসিগাছের উপকারিতার শেষ নেই। আধ্যাত্মিক এবং ভেষজ-দু’ দিকেই এই গাছের অপরিসীম গুণ। তাই গৃহস্থ বাড়িতে এই গাছ থাকা প্রয়োজনীয়।
advertisement
2/7
গরম আসছে। তুলসিগাছের যত্ন নিতে কী করবেন, জেনে নিন। তুলসিগাছের মাটি আর্দ্র রাখুন। কিন্তু গাছের গোড়ায় যেন জল না জমে। তাহলে কিন্তু গোড়া পচে যাবে।
advertisement
3/7
শুকনো পাতা ফেলে দিন। নিয়মিত প্রুনিং করুন। তাহলে ঝাঁকড়া হয়ে বেড়ে উঠবে না তুলসিগাছ।
advertisement
4/7
তুলসিগাছে মাঝে মাঝে দিন চাল ভেজানো জল। গাছের গোড়ায় দিতে পারেন কলার খোসা ভেজানো জলও। বজায় থাকবে গাছের বৃদ্ধি।
advertisement
5/7
তুলসিগাছের গোড়া আগাছামুক্ত রাখুন। গাছে যাতে পোকার আক্রমণ না হয়, খেয়াল রাখুন সেদিকেও।
advertisement
6/7
তুলসিপাতা নিয়মিত তুলবেন। তাহলে নতুন পাতা বার হবে। পাতা তোলার সময় যাতে ডাল না ভাঙে সেদিকে খেয়াল রাখুন।
advertisement
7/7
যদি নতুন তুলসিগাছ রোপণ করতে চান, তাহলে মঞ্জরী রেখে দিন গাছে। নয়তো মঞ্জরী তুলে ফেলুন। তাহলে গাছ সতেজ ও সজীব থাকবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tulsi Plant Care: গরমেও তুলসিগাছ থাকবে সতেজ ও প্রাণবন্ত! শুধু করতে হবে এই কাজ
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল