TRENDING:

Tulsi Plant Care Tips: গোড়ায় ‘এই’ ছোট্ট কাজ! কনকনে ঠান্ডাতেও সতেজ সবুজ থাকবে তুলসি গাছ! রইল সহজ টিপস

Last Updated:
Tulsi Plant Care Tips: তুলসিগাছের জন্য প্রচুর রোদ দরকার৷ শীতে সূর্যালোকের আঁচ নরম হয়ে আসে অনেকটাই৷ কুয়াশা ও ঠান্ডা আবহাওয়ায় শুকিয়ে যায় এই গাছের পাতা৷ হলুদ হয়ে আসে
advertisement
1/9
গোড়ায় ‘এই’ ছোট্ট কাজ! কনকনে ঠান্ডাতেও সতেজ সবুজ থাকবে তুলসি গাছ! রইল সহজ টিপস
আধ্যাত্মিক ও ভেষজ দু’ দিকেই তুলসিগাছের গুরুত্ব প্রচুর৷ শীতকালে অনেক সময় শুকিয়ে যায় তুলসিগাছ৷ কিছু টিপস মনে রাখলেই কনকনে ঠান্ডাতেও সতেজ থাকবে এই গাছ৷
advertisement
2/9
তুলসিগাছের জন্য প্রচুর রোদ দরকার৷ শীতে সূর্যালোকের আঁচ নরম হয়ে আসে অনেকটাই৷ কুয়াশা ও ঠান্ডা আবহাওয়ায় শুকিয়ে যায় এই গাছের পাতা৷ হলুদ হয়ে আসে৷
advertisement
3/9
বাড়ির এমন জায়গায় তুলসি গাছ রাখুন যেখানে দিনের অন্তত কিছু ঘণ্টা সরাসরি সূর্যালোক আসে৷
advertisement
4/9
তুলসিগাছ যদি টবে থাকে তাহলে কনকনে ঠান্ডার রাতে সেটিকে বাড়ির ভিতরে রাখুন৷ ফের সকালে গাছটিকে বাইরে নিয়ে যান৷
advertisement
5/9
দরকারের বেশি জল একদমই দেবেন না তুলসিগাছের গোড়ায়৷ গাছের গোড়ায় টিপে দেখুন মাটি ভিজে না শক্ত৷ ২-৩ দিন অন্তর তুলসিগাছে জল দিন৷
advertisement
6/9
পারলে শীতের শুরুতে তুলসিগাছের গোড়ায় মাটি বলদে দিন৷ মাটি ঝুরঝুরে করে দিন৷ যাতে বাতাস চলাচল করতে পারে৷ দেখতে হবে যাতে জল না দাঁড়ায়৷
advertisement
7/9
শীতে নিয়মিত তুলসিগাছ ছাঁটাই করুন৷ গোড়ায় আগাছা ছেঁটে ফেলুন৷ শুকনো পাতা ফেলে দিন৷
advertisement
8/9
শুকনো ডালপাতা, পাতা দিয়ে ঢেকে রাখুন তুলসিগাছের গোড়ায় মাটি৷ তাহলে মাটিতে কুয়াশার স্তরে কোনও ক্ষতি হবে না৷ ঠান্ডা বাতাসেও অক্ষত থাকবে গোড়ার জমি৷
advertisement
9/9
পাতলা কাপড়ে ঢেকে রাখুন তুলসিগাছ৷ তাহলে শীতের রাতে ঠান্ডা এবং দিনের কড়া রোদ কোনওটাই ক্ষতি করবে না৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tulsi Plant Care Tips: গোড়ায় ‘এই’ ছোট্ট কাজ! কনকনে ঠান্ডাতেও সতেজ সবুজ থাকবে তুলসি গাছ! রইল সহজ টিপস
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল