Tulsi: তুলসি গাছ কিছুতেই বাঁচাতে পারছেন না? দু-দিন পর পরই শুকিয়ে যাচ্ছে! জানুন সমস্যার সমাধান
- Reported by:SARTHAK PANDIT
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Tulsi: পরিচর্যা সঠিক ভাবে না করলে তুলসি গাছ বাঁচানো সম্ভব হয় না। তুলসি গাছের পরিচর্যার নিয়ম সঠিক ভাবে অনেকেই জানেন না।
advertisement
1/7

*প্রত্যেক বাড়িতেই অন্যকোন গাছ না থাকলেও তুলসি গাছ থাকেই। তবে এই গাছের পরিচর্যা সঠিক ভাবে না করলে গাছকে বাঁচানো সম্ভব হয় না। তাই এই গাছকে পরিচর্যা করতে হয়।
advertisement
2/7
*তুলসি গাছের পরিচর্যার নিয়ম সঠিক অনেকেই জানেন না। তবে কোচবিহারের এক গৃহিণী করবি মিত্র জানান, বাড়িতে টব থেকে শুরু করে মাটিতে অনেকেই এই গাছ রাখেন।
advertisement
3/7
*কিছুক্ষেত্রে এই তুলসি গাছ খুব সহজেই বাঁচিয়ে রাখা যায়। আবার কিছুক্ষেত্রে এই গাছকে বাঁচিয়ে রাখা ততটাই কঠিন। এই গাছ অল্পেতেই শুকিয়ে যায়। তাই পরচর্যা করার বিষয়টি জেনে নেওয়া ভাল।
advertisement
4/7
*গাছ লাগানোর সময় ৪০ শতাংশ মাটি, ৩০ শতাংশ গোবর সার ও ৩০ শতাংশ বালির অনুপাত দেওয়া প্রয়োজন। এতে গাছের গোড়ায় অক্সিজেন সঠিক থাকে। এছাড়া গাছের গোড়ায় জল জমার সমস্যা থাকে না।
advertisement
5/7
*যে সময় তুলশি গাছে মঞ্জরি বা বীজ আসা শুরু করে, সেই সময় সেগুলিও ভেঙে ফেলা উচিত। যদি মঞ্জরি বা বীজ ভেঙে দেওয়া হয়। তবে যেখান থেকে গাছের নতুন পাতা গজাতে শুরু করে।
advertisement
6/7
*শুধু গাছের পরিচর্যা করলেই চলে না। গাছ লাগানোর সময় মাটির পাত্রেই লাগানো উচিত। তুলসি গাছের টবের নীচে একটি গর্ত থাকা অত্যন্ত প্রয়োজন। না হলে জল নিষ্কাশন সঠিক না হয়ে সমস্যা তৈরি হয়।
advertisement
7/7
*তুলসি গাছের পাত্রটি যেন গ্রীষ্মকালে বেশি, শীতকালের কম সময় জল ধরে রাখে তার ব্যবস্থা করতে হবে। নাহলে গাছ বেশি জলের জন্য পচে গিয়ে কিংবা কম জল পাওয়ার জন্য শুকিয়ে মারা যেতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tulsi: তুলসি গাছ কিছুতেই বাঁচাতে পারছেন না? দু-দিন পর পরই শুকিয়ে যাচ্ছে! জানুন সমস্যার সমাধান