Tulsi- Basil Benefits: তুলসী পাতার রস খেলেই হল না! জানতে হবে সঠিক নিয়ম! না হলে কোনও কাজ হবে না! জানুন চিকিৎসকের মত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Tulsi- Basil Benefits: সর্দি-কাশি-জ্বর সব কমাতে পারে তুলসী পাতার রস! তবে খাওয়ার সঠিক নিয়ম জানেন না প্রায় বেশিরভাগ মানুষ!
advertisement
1/6

আমাদের চারপাশে এমন অনেক গাছ আছে, যার গুরুত্ব আমরা জানিনা। তুলসীকে আমরা সাধারণত পুজোর কাজে ব্যবহার করি, তবে এর গুরুত্ব জানলে অবাক হবেন।
advertisement
2/6
আমাদের বাড়ির পাশেই নানা ধরনের প্রকারভেদ হয়, যার মধ্যে অন্যতম একটি মিন্ট তুলসী। চলতি ভাষায় তা ভিকস তুলসী নামেও পরিচিত।
advertisement
3/6
শিশু থেকে বৃদ্ধ সকলের জ্বর সর্দি কাশি বা ঠান্ডা লাগায় কার্যকরী তুলসি। এছাড়াও নানা রোগের সমস্যায় কার্যকরী।
advertisement
4/6
সর্দি, কাশি, নাক বন্ধ, গলা ব্যথা বা ঠান্ডা লাগার ক্ষেত্রে ব্যবহার করি ‘ ভিক্স’। এই পাতা ভিক্সের মত কার্যকরী। তাই চলতি ভাষায় ভিকস তুলসীও বলে।
advertisement
5/6
বিশেষজ্ঞ চিকিৎসক আশীষ মন্ডল বলেন, এই তুলসী মুখের গন্ধ নিরাময়ে কাজ করে। তাই খালি পেটে এক, দুটো তুলসী পাতা খাওয়া ভাল।
advertisement
6/6
শুধু শারীরিক উপকার নয়, গরমে মশা সহ বিষাক্ত পোকামাকড় তাড়াতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tulsi- Basil Benefits: তুলসী পাতার রস খেলেই হল না! জানতে হবে সঠিক নিয়ম! না হলে কোনও কাজ হবে না! জানুন চিকিৎসকের মত