TRENDING:

Gardening tips for Rajnigandha Flower Plants: ম্যাজিক খাবার! ৩ মাসে ১ বার দিলেই টবের গাছ ঢাকবে রজনীগন্ধা ফুলে! গন্ধে ভরবে বাড়ি

Last Updated:
Gardening tips for Rajnigandha Flower Plants: অনেকেই চান বাড়ির বাগানে টবে রজনীগন্ধা চাষ করতে। কিন্তু বহু চেষ্টা করেও সফল হন না। তাঁদের জন্য রইল সহজ টিপস। এই টিপস মানলে টবের গাছেও ভরে থাকবে রজনীগন্ধা।
advertisement
1/7
ম্যাজিক খাবার!৩ মাসে ১ বার দিলেই টবের গাছ ঢাকবে রজনীগন্ধা ফুলে! গন্ধে ভরবে বাড়ি
রজনীগন্ধা অর্থাত যে ফুলের গন্ধে ভরে থাকে সন্ধ্যা বা রাত। নাম থেকেই স্পষ্ট সুগন্ধি এই সাদা ফুলের বৈশিষ্ট্য।
advertisement
2/7
অনেকেই চান বাড়ির বাগানে টবে রজনীগন্ধা চাষ করতে। কিন্তু বহু চেষ্টা করেও সফল হন না। তাঁদের জন্য রইল সহজ টিপস। এই টিপস মানলে টবের গাছেও ভরে থাকবে রজনীগন্ধা।
advertisement
3/7
টবের জন্য ভাল নার্সারি থেকে ছোট ছোট রজনীগন্ধার চারাগাছ কিনুন নার্সারি থেকে। বড় ১০ ইঞ্চির টবে একাধিক চারা পুঁতুন।
advertisement
4/7
পোকার আক্রমণ থেকে বাঁচাতে কীটনাশক স্প্রে করুন রজনীগন্ধা গাছে। নেতিয়ে পড়া ডাল কেটে ফেলুন।
advertisement
5/7
রজনীগন্ধা গাছে খুব বেশি সার দেওয়ার দরকার হয় না। মাসে একবার করে সরষের খোলপচা জল দিন।
advertisement
6/7
প্রতি ৩ মাসে একবার করে গাছের গোড়ায় দিন গোবরসার। নিয়মিত জল দিতে হবে গাছে। তবে গাছের গোড়ায় জল দাঁড়ালে চলবে না।
advertisement
7/7
রজনীগন্ধা গাছ সব সময় রোদে রাখুন। ছায়ায় এই গাছ ভাল থাকে না। দিনে যাতে ৭-৮ ঘণ্টা রোদে থাকে এই ফুলের গাছ, সেদিকে খেয়াল রাখুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Gardening tips for Rajnigandha Flower Plants: ম্যাজিক খাবার! ৩ মাসে ১ বার দিলেই টবের গাছ ঢাকবে রজনীগন্ধা ফুলে! গন্ধে ভরবে বাড়ি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল