এবার পুজোর পেটপুজোতে ‘ডি সোভরানি’র দশভূজা ধামাকা, চেখে দেখবেন নাকি?
- Published by:Akash Misra
Last Updated:
পুজো এবার অন্যরকম ৷ আকাশের শরতের মেঘ, চকচকে রোদ, পুজো পুজো ভাব এসে গেলেও, মনের মধ্যে করোনার ভয় ৷
advertisement
1/5

পুজো এবার অন্যরকম ৷ আকাশের শরতের মেঘ, চকচকে রোদ, পুজো পুজো ভাব এসে গেলেও, মনের মধ্যে করোনার ভয় ৷ শুধু এই চিন্তা, যদি বাইরে গেলে করোনা হয়ে যায় ! তা এই চিন্তা করা একদম স্বাভাবিক ৷ এমনকী, সতর্ক তো থাকাই উচিত ৷ সচেতন হয়ে চললে, করোনা থেকে দূরে থাকা অবশ্যই যায় ৷ আর এই সচেতনতা এবং স্যানিটাইজেশনের একশো শতাংশ গ্যারান্টি দিয়ে এবার পুজোয় হাজির সল্টলেকের জনপ্রিয় রেস্তোরাঁ ডি সোভরানি !
advertisement
2/5
ডি সোভরানি তাঁদের পুজো প্ল্যানের নাম দিল দশভূজা ধামাকা ৷ আর এই ধামাকায় পুজো পেটপুরে পেট পুজো ৷ রয়েছে এলাহি ব্যবস্থা ৷ বাঙালি খাবার থেকে কন্টিনেন্টল ৷ কাবাব থেকে কাটলেট ৷
advertisement
3/5
স্টাটার থেকে মেন কোর্স ৷ একেবারে ঢেলে সাজিয়ে ফেলেছে ডি সোভরানি ৷ পুজো বলে কথা ৷ তাই তো পানীয়তেও পুজোর ফ্লেভার ৷
advertisement
4/5
ষষ্ঠী থেকে নমবী তিনভাগে বাফেকে ভাগ করেছে ডি সোভরানি ৷ নাম দিয়েছে, প্রিমিয়ার বাফে, ইকোনমিক বাফে ও লিকুইড বাফে ৷
advertisement
5/5
প্রিমিয়ার বাফের দাম ৯৯৯ ৷ দুপুর ১২ থেকে লাঞ্চ শুরু চলবে ৩ টে পর্যন্ত ৷ আর ডিনারের সময় সন্ধে ৭ টা থেকে রাত ১১টা ৷ প্রত্যেকটি বাফে-র সময় এরকমই ৷ ইকোনমিক বাফের দাম পড়বে ৫৫৫ টাকা ৷ লিকুইড বাফের দাম ১৩৯৯ টাকা ৷ সব তো জেনেই গেলেন, এবার ঝটপট প্ল্যান সেরে নিন ৷ আর হ্যাঁ, মাস্ক পরতে ভুলবেন না ৷