TRENDING:

Trip In Winter Vacation: এবারের শীতে গন্তব্য হোক অফবিট সুন্দরবন! চুলকাঠি, ধুলাভাসানি, ধনচি-অপরূপ প্রাকৃতিক নৈসর্গ্য

Last Updated:
Trip In Winter Vacation: এবার শীতে গন্তব্য হোক অফবিট সুন্দরবন। সাধারণত পর্যটকরা সুন্দরবনে এসে কলস, বণি, সজনেখালি ঘুরতে যান। কিন্তু তার বাইরেও প্রকৃতিকে জানতে ঘুরতে পারেন চুলকাঠি, ধুলাভাসানি, ধনচি এলাকায়।
advertisement
1/6
এবারের শীতে গন্তব্য হোক অফবিট সুন্দরবন! চুলকাঠি, ধুলাভাসানি, ধনচি-অপরূপ প্রাকৃতিক নৈসর্গ্য
পাথরপ্রতিমা, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার শীতে গন্তব্য হোক অফবীট সুন্দরবন। সাধারণত পর্যটকরা সুন্দরবনে এসে কলস, বণি, সজনেখালি ঘুরতে যান। কিন্তু তার বাইরেও প্রকৃতিকে জানতে ঘুরতে পারেন চুলকাঠি, ধুলাভাসানি, ধনচি এলাকায়। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/6
সুন্দরবন ভ্রমণের জন্য উপযুক্ত সময় হল শীতকাল। সেসময় নদী শান্ত থাকে। পরিযায়ী পাখির দল নামে অরণ্যে। নদীর চড়ে কুমির রোদ পোহায় সারাটা দিন।
advertisement
3/6
অফিবট সুন্দরবনে ভাগ্য ভাল থাকলে দেখা মিলতে পারে রয়্যাল বেঙ্গলের। এই এলাকাগুলি বঙ্গোপসাগর লাগোয়া এলাকা। রয়েছে সুন্দরবনের সুন্দরী গাছ, হরিণ সহ আরও অন্যান্য বণ্যপ্রাণী‌।
advertisement
4/6
অফবিট জায়গাগুলিতে পর্যটকদের আনাগোনা কম থাকে। প্রাকৃতিক সৌন্দর্য অনেক বেশি থাকে। বোট মালিকদের সঙ্গে কথা বলে বনদফতরের অনুমতি নিয়ে যাওয়া যাবে এখানে।
advertisement
5/6
এখানে অনেক জায়গায় শুধুমাত্র এক একটি ম্যানগ্রোভ প্রজাতির জঙ্গল দেখতে পারবেন। এছাড়াও রয়েছে বড় বড় সৈকত। তবে সেই সৈকতে নামা একেবারেই বারণ রয়েছে।
advertisement
6/6
ঘোরার জন্য তো গোটা সুন্দরবন রয়েছে আপনার জন্য। বোট থেকেই আনন্দ নিতে হবে আপনাকে। আর নামতে পারবেন ক্যাম্প গুলিতে। তাহলে আর অপেক্ষা কীসের, এবার শীতে ঘুরে আসুন সুন্দরবন। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Trip In Winter Vacation: এবারের শীতে গন্তব্য হোক অফবিট সুন্দরবন! চুলকাঠি, ধুলাভাসানি, ধনচি-অপরূপ প্রাকৃতিক নৈসর্গ্য
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল