TRENDING:

GK: Lady's Finger: ভাজা, সিদ্ধ তো খেয়েছেন অনেক! বলুন তো ঢেঁড়শ সবজি না ফল? সঠিক উত্তর আপনি জানেনই না-১০০% গ্যারান্টি!

Last Updated:
GK: Lady's Finger:আমিষ নিরামিষ নানা পদে রান্না করা হয় এটা। স্বাদের পাশাপাশি গুণেরও শেষ নেই ঢেঁড়শের।
advertisement
1/6
বলুন তো ঢেঁড়শ সবজি না ফল? সত্যি উত্তর আপনি জানেনই না- ১০০% গ্যারান্টি!
ভারতীয় হেঁশেলের পরিচিত সবজি হল ঢেঁড়শ। দেশের একাধিক প্রদেশে আমিষ নিরামিষ নানা পদে রান্না করা হয় এটা। স্বাদের পাশাপাশি গুণেরও শেষ নেই ঢেঁড়শের।
advertisement
2/6
কিন্তু জানেন কি ঢেঁড়শ আদৌ কোনও সবজিই নয়? এর ব্যবহার সবজির মতো হলেও ঢেঁড়শ আদতে ফল। শুনতে বা মানতে আশ্চর্য হলেও এটাই সত্যি।
advertisement
3/6
উদ্ভিদবিজ্ঞানের দিক থেকে দেখতে গেলে ঢেঁড়শ সবজি নয়। বরং ফল। সে আমরা যেভাবেই রান্না করে খাই না কেন।
advertisement
4/6
উদ্ভিদবিজ্ঞানের দিক থেকে যে উদ্ভিজ্জে বীজ থাকবে এবং যেগুলি গাছের ফুল থেকে জন্মায়, সেগুলি আদতে ফল।
advertisement
5/6
প্রসঙ্গত ঢেঁড়শে বীজ থাকে এবং গাছের ফুল থেকেই জন্মায় এটা। ফলত রান্না বা খাওয়ার ধরন যাই হোক না কেন, ঢেঁড়শ আদতে ফল।
advertisement
6/6
কিন্তু অন্যান্য ফলের মতো ঢেঁড়শ আমরা কাঁচা খাই না। রেঁধে তবে খাই। অর্থাত ব্যবহারিক দিক থেকে ঢেঁড়শ সবজি কিন্তু জীববিজ্ঞানের বৈশিষ্ট্য অনুযায়ী এটা ফল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
GK: Lady's Finger: ভাজা, সিদ্ধ তো খেয়েছেন অনেক! বলুন তো ঢেঁড়শ সবজি না ফল? সঠিক উত্তর আপনি জানেনই না-১০০% গ্যারান্টি!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল