TRENDING:

Travel: নদীর ধারে নিরিবিলিতে থাকতে চান! কোলাঘাটেই রয়েছে এই দারুণ জায়গা! জানুন বিস্তারিত

Last Updated:
Travel: কোলাঘাটে এমন জায়গা আছে জানতেন? চমকে যাবেন! খুব সস্তায় ঘুরে আসুন এই দারুণ জায়গা থেকে!
advertisement
1/6
নদীর ধারে নিরিবিলিতে থাকতে চান! কোলাঘাটেই রয়েছে এই দারুণ জায়গা! জানুন বিস্তারিত
মেছেদার অনতিদূর শীতের মেঠো রোদ মেখে পিকনিকের আদর্শ জায়গা হল কোলাঘাটের জামিট্যা। ডিসেম্বর মাসের একদিন ঘুরে আসতেই পারেন কোলাঘাটের নদীর তীরে।
advertisement
2/6
ডিসেম্বর মাস মানেই মনে পিকনিক পিকনিক ভাব। কাজের ফাঁকে সহকর্মী বা পরিবারের সঙ্গে পিকনিক করতে মন চায়। আর পিকনিকের জন্য সর্বপ্রথম খোঁজ পড়ে জায়গার। নিরিবিলি প্রাকৃতিক পরিবেশ পিকনিকের জন্য আদর্শ।
advertisement
3/6
এরকমই একটি নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের ঘেরা জায়গা হল কোলাঘাট থানার জামিট্যা। রূপনারায়ণ নদের তীরবর্তী এই জায়গায় পিকনিকের আনন্দ দ্বিগুণ হবে।
advertisement
4/6
পূর্ব মেদিনীপুর জেলার নদনদী দ্বারা বেষ্টিত। সমুদ্রের পাশাপাশি নদনদীর উপকূল পূর্ব মেদিনীপুর জেলাকে আদর্শ পর্যটন কেন্দ্র করে তুলেছে। জেলায় একাধিক পর্যটন কেন্দ্র থাকলেও ভিড়ের কারণে বহু মানুষ এড়িয়ে যায়। জেলা জুড়ে অজানা অচেনা অনেক পিকনিক স্পট রয়েছে। সেরকম একটি পিকনিক স্পট হল। রূপনারায়ণ নদের তীরবর্তী জামিট্যা।
advertisement
5/6
শীতের সময় রূপনারায়ণ নদের তীরবর্তী জামিট্যা প্রাকৃতিক রূপ সৌন্দর্যের ভরপুর হয়ে ওঠে। মখমলে গালিচা বিছানো সবুজ ঘাস, ঝাউ গাছ আর কুলকুল শব্দে বয়ে যাওয়া রূপনারায়ণ অপার্থিব সৌন্দর্যের লীলাভূমি। নিরিবিলি পাখির কুজনের মধ্যে পিকনিক বা একবেলার ঘোরার আনন্দ মন ভরে যাবে।
advertisement
6/6
কীভাবে আসবেন: কলকাতা থেকে ট্রেনে বা বাসে মেছেদা এসে। মেছেদা থেকে কোলাঘাট - তমলুক রাস্তার পাশেই রূপনারায়ণের নদীর তীরবর্তী জামিট্যা। যেকোনও গাড়ি করে জামিট্যা আসা যায়। শীতের সময় পিকনিক করতে চাইলে অবশ্যই আসুন এই জায়গায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel: নদীর ধারে নিরিবিলিতে থাকতে চান! কোলাঘাটেই রয়েছে এই দারুণ জায়গা! জানুন বিস্তারিত
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল