TRENDING:

বাঁশ নিয়েই 'এদের' কাটে জীবন, বাঁকুড়ার এই গ্রামের জীবিকা জানলে অবাক হবেন..!

Last Updated:
Travel: "বাঁশ কেন ঝাড়ে, এস আমার ঘরে!" এই কথাতেই বিশ্বাস করে বাঁকুড়ার শুশুনিয়ার আদিবাসী গ্রামের বাইশটি পরিবার। বাঁশ কে কেন্দ্র করেই তাদের জীবন।
advertisement
1/6
বাঁশ নিয়েই 'এদের' কাটে জীবন, বাঁকুড়ার এই গ্রামের জীবিকা জানলে অবাক হবেন..!
"বাঁশ কেন ঝাড়ে, এস আমার ঘরে!" এই কথাতেই বিশ্বাস করে বাঁকুড়ার শুশুনিয়ার আদিবাসী গ্রামের বাইশটি পরিবার। বাঁশ কে কেন্দ্র করেই তাদের জীবন। ছবি ও তথ্য: নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
2/6
তার আগে দেখুন শরতের শুশুনিয়া পাহাড়! নীল আকাশের নিচে সবুজের গালিচা। পাহাড় যেন হাত নেড়ে ডাকছে, বলতে চাইছে ইতিহাস। এই পাহাড়েই রয়েছে সেই গ্রাম। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
3/6
শুশুনিয়া পাহাড় দেখতে দেখতে সুন্দর রাস্তা ধরে এগিয়ে যান কিছুটা শালতোড়ার দিকে। প্রায় দুই কিলোমিটার পরে দেখতে পাবেন বাঁ দিকে রাস্তা। কিছুটা ঢুকে একটি পরিতক্ত চার্চ পেরোলেই, গ্রাম বাগডিহা। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
4/6
যত রকম নিত্য ব্যবহারের জিনিসের কথা মাথায় আসবে সবই তৈরি হয় এই গ্রামে। বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে, সারাদিন ধরেই বাঁশের দ্রব্য বানাতে ব্যাস্ত থাকে বাঁকুড়ার শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগডিহা গ্রামের মাহালি পাড়া। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
5/6
শিল্পী সুশীল মাহালি জানিয়েছেন," কিনে নিতে পারবেন খুবই কম মূল্যে বাঁশের তৈরি দ্রব্য। শুরু ২০,৩০ টাকা থেকে, সর্বোচ্চ মূল্য ৫০-৭০ কিংবা ৮০ টাকা।" ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
advertisement
6/6
শুশুনিয়া গ্রাম পঞ্চায়েত কার্যালয় পার করে সোজা কিছুটা আসলেই ডান দিকে চলে যাচ্ছে শিউলিবনা আবার বাম দিকে চলে যাচ্ছে বাগডিহা। গ্রামে মূলত ৩০ টি পরিবারের বাস, এই মুহূর্তে প্রায় ৫৫ জন নিযুক্ত রয়েছেন বাঁশের শিল্পের সঙ্গে। ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বাঁশ নিয়েই 'এদের' কাটে জীবন, বাঁকুড়ার এই গ্রামের জীবিকা জানলে অবাক হবেন..!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল