Travel-Satkosia: ওড়িশার অফবিট ডেস্টিনেশন সাতকোশিয়া! জানুন কীভাবে যাবেন? কোথায় থাকবেন? খরচ-সহ বিস্তারিত
- Published by:Piya Banerjee
- local18
Last Updated:
Travel-Satkosia: ওড়িশার এই পাহাড় জঙ্গলে ঘেরা সাতকোশিয়া মন ভরিয়ে দেবে! ছোট্ট ছুটিতে ঘুরে আসুন
advertisement
1/7

কখনও নদী কখনও সাগর আবার কখনও পাহাড়, জঙ্গল বারবারই ভ্রমণপ্রিয় বাঙালিকে হাতছানি দেয়। সেইমতো তৈরি হয় ট্যুর প্ল্যান। তবে এমন কোনও জায়গা যদি যাওয়া যায় যেখানে নদী, পাহাড় আর জঙ্গল একসঙ্গে থাকবে তবে তো আর কথাই নেই! তাহলে আপনাকে একবার ঘুরে আসতেই হবে ওড়িশার এই অফবিট ডেস্টিনেশনে। (তথ্য ও ছবি: পূর্ণেন্দু মণ্ডল)
advertisement
2/7
নদী পাহাড় আর জঙ্গলের স্বাদ একসঙ্গে নিতে এই বড়দিনের ছুটিতে দু তিনদিনের জন্য ঘুরে আসুন ওড়িশার এই জায়গা সাতকোশিয়া টাইগার রিজার্ভ।
advertisement
3/7
কেন এমন নাম এই জায়গার? সাত কোশ বা ১৪ মাইল এক বিস্তীর্ণ নদীখাত রয়েছে মহানদীর। সাত কোশ থেকেই তার নাম সাতকোশিয়া। সাতকোশিয়ার জঙ্গল মায়াময়! আপনি কি কখনও নিজেকে বনের ভিতর হারিয়ে ফেলেছেন? আপনি কি কখনও যান্ত্রিক শব্দ ছাড়া ঘন জঙ্গলের মাঝখানে একা দাঁড়িয়েছেন? অথবা শুধুমাত্র জঙ্গলের রহস্যময় অনুরণন? যদি না হয়, তাহলে আপনি অবশ্যই সবুজের প্রেমে পড়বেন সাতকোশিয়ায় গেলে।
advertisement
4/7
চারদিকে পাহাড় আর জঙ্গল মাঝে এই নদীখাত। যেখানে রয়েছে বোটিংয়ের ব্যবস্থা। বোটে চড়ে নয়নাভিরাম প্রকৃতিকে উপভোগ করতে করতে হঠাৎ আপনি যদি দেখতে পান হাঁ করে বালির চড়ে রোদ পোহাচ্ছে কুমির তবেতো ১৬ কলা পূর্ণ। পাথরের খাঁজে খাঁজে খুঁজে পাবেন নানা প্রজাতির অসংখ্য কচ্ছপ। নানা পাখির কলতান শুনতে শুনতেই কখন কেটে যাবে এক ঘণ্টা আপনি জানতেও পারবেন না। এখানে সূর্য অস্ত যায় পাহাড়ের কোলে। সূর্যাস্তের মায়াবী আলোয় পানসি নৌকাতে মাছ ধরে জেলেরা। এক কথায় প্রকৃতি যেন ঢেলে সাজিয়েছে ওড়িশার এই এলাকাকে।
advertisement
5/7
কীভাবে যাবেন- কলকাতা থেকে ট্রেনে বা বিমানে সোজা ভুবনেশ্বর। সেখান থেকে ভাড়া গাড়িতে ওড়িশার অঙ্গুল জেলার সাতকোশিয়া টাইগার রিজার্ভ। জঙ্গলের মূল গেটে পাশ করিয়ে ঢুকতে হবে। যেতে সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা।
advertisement
6/7
কোথায় থাকবেন- সাতকোশিয়া টাইগার রিজার্ভের সব থাকার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে ওড়িশার বন দফতর। তাই আগে থেকে অনলাইনে বুকিং করে যাবেন। থাকার জন্য রয়েছে পুরুনাকোট, ছুটকেই এবং টিকরাপাড়ার নেচার ক্যাম্প। রয়েছে টেন্ট এসি এবং নন এসি। প্রত্যেক নেচার ক্যাম্পেই সরকারি কর্মীদের উষ্ণ আতিথেয়তায় আপনি মুগ্ধ হবেন। ভাড়া ও অন্যান্য তথ্য সব অনলাইনে পেয়ে যাবেন। ঘরোয়া ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স ডিনার সবই মিলবে ওই বুকিংয়ে।
advertisement
7/7
সাতকোশিয়া যাওয়ার সঠিক সময়- নভেম্বর থেকে মার্চ আদর্শ সময়। বর্ষা কালেও চাইলে যেতে পারেন। কী কী দেখবেন- ক্রোকোডাইল পার্ক, ঘড়িয়াল রিসার্চ সেন্টার, মহানদীর গর্জ,বোটিং, জঙ্গল সাফারি, সানসেট পয়েন্ট এছাড়াও করতে পারেন জঙ্গল ওয়াক। আরও বিস্তারিত জানতে দেখে নিতে পারেন ওড়িশা সরকারের এই ওয়েবসাইট। www.https://odishatourism.gov.in (তথ্য ও ছবি: পূর্ণেন্দু মণ্ডল)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel-Satkosia: ওড়িশার অফবিট ডেস্টিনেশন সাতকোশিয়া! জানুন কীভাবে যাবেন? কোথায় থাকবেন? খরচ-সহ বিস্তারিত