Travel News: বাংলাতেই রয়েছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, গরমের ছুটিতে অবশ্যই ঢুঁ মারুন, একবার গেলে আবারও যেতে চাইবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Souvik Roy
Last Updated:
Travel News: বীরভূম এসে শান্তির খোঁজ করছেন! তাহলে আপনি ঘুরে আসতে পারেন তারাপীঠ থেকে কয়েক কিলোমিটার দূরে বীরচন্দ্রপুর।
advertisement
1/5

বহু বছর আগের কথা।গ্রাম্য বিবাদের জেরে, রাজনৈতিক হানাহানিতে প্রায় সময় তেতে থাকত যে গ্রাম, সেই গ্রামই এ বার উঠে আসছে জেলার পর্যটন-মানচিত্রে।জানেন কোথায় সেই জায়গা।সেই জায়গাটির নাম বীরভূমের বীরচন্দ্রপুর।তারাপীঠ মন্দির থেকে প্রায় ৮ কিলোমিটার এর দুরত্বে রয়েছে এই গ্রাম।নিত্যানন্দ মহাপ্রভু জন্মেছিলেন যে গ্রামে, ময়ূরেশ্বর থানার সেই বীরচন্দ্রপুর গ্রামটি আজ অন্যতম পর্যটনকেন্দ্র। বীরচন্দ্রপুর-এর অজানা ইতিহাস সম্বন্ধে জানিয়েছেন প্রাক্তন শিক্ষক সুশীল দত্ত।
advertisement
2/5
রামপুরহাট- সাঁইথিয়া সড়কের মধ্যবর্তী স্থানে অবস্থিত এই গ্রামটি। ওই গ্রামেই জন্মেছিলেন চৈতন্যদেবের পার্ষদ নিত্যানন্দ মহাপ্রভু। প্রাচীন ওই আশ্রমকে বলা হয় ‘এক-চক্রাধাম’। প্রভু নিত্যানন্দের অগণিত ভক্ত বহুকাল ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা সময়ে এসে জড় হন ওই আশ্রমে।
advertisement
3/5
একচক্রা ধাম সেই প্রাঙ্গণে সদ্য নির্মিত নতুন মন্দিরটির উচ্চতা আনুমানিক প্রায় ১৬২ ফুট। পুরীর মন্দিরের আদলে ৯ চূড়া এর বিশেষত্ব। মন্দিরের শীর্ষে বিশাল সুদর্শন চক্র। ওড়িশার স্থাপত্য স্থান পেয়েছে মন্দির গাত্রে। কর্নাটকের স্থাপত্যশৈলী ফুটে উঠেছে মন্দিরে তিন দিকের প্রবেশদ্বারে। মন্দিরের গর্ভগৃহে রাজস্থানের শিল্পশৈলী। শ্বেতপাথরের খোদাই করা কাজ দেখেলে আপনি অবাক হতে বাধ্য থাকবেন।
advertisement
4/5
ওড়িশার শতাধিক শিল্পী পাথর কেটে নাটমন্দির তৈরি করেছেন। মন্দির প্রাঙ্গণে আছে সংগ্রহশালা। যেখানে চৈতন্যদেবের হস্তাক্ষর দেখা যায়।চৈতন্যদেব ও নিত্যানন্দই গৌর-নিতাই নামে বৈষ্ণবদের আরাধ্য।একটি বড় গ্রন্থাগারও এই পর্যটনে বড় আকর্ষণ হতে পারে, যাতে কবি বৃন্দাবন দাসের মতো বহু বৈষ্ণব সাধক ও বাংলার প্রাচীন কবিদের পুঁথি সংগৃহীত রয়েছে।
advertisement
5/5
এবার প্রশ্ন কীভাবে পৌঁছাবেন এই জায়গায়। এই জায়গায় যেতে গেলে আপনি যদি তারাপীঠ ভ্রমণের জন্য আসেন তাহলে তারাপীঠ মা তারা মন্দির দর্শনের পর যে কোনও টোটো অথবা অটো গাড়ি ভাড়া করে আপনি অনায়াসে পৌঁছে যেতে পারবেন এই জায়গা। আপনি যদি টোটোতে যান তাহলে পাঁচজনের জন্য খরচ পড়বে মাত্র ৩০০ টাকা। যার বিনিময়ে আপনি পুরো আটটি মন্দির দর্শন করতে পারবেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Travel News: বাংলাতেই রয়েছে নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, গরমের ছুটিতে অবশ্যই ঢুঁ মারুন, একবার গেলে আবারও যেতে চাইবেন