জঙ্গল আর জলাধারের মাঝে পুরুলিয়ার অন্যরকম গোপাল আশ্রম..., প্রকৃতির কোলে শান্তি খুঁজে পেতে চলে আসুন আজই!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
গোপাল আশ্রমে নেই কোনও বাহ্যিক বিলাসিতা, নেই শহুরে আড়ম্বর। আছে শুধু প্রকৃতির শান্তি, আত্মিক নিস্তব্ধতা এবং শ্রীগোপালের চরণে এক অবিচল ভক্তির ধারা!
advertisement
1/10

যান্ত্রিক জীবনের কোলাহল থেকে মুক্তি পেতে চাইছেন? একটুখানি নিঃশব্দ প্রকৃতি, সবুজ জঙ্গল আর নির্মল জলের ছোঁয়ায় যদি মন ভরে নিতে চান, তবে পুরুলিয়া জেলার নিতুড়িয়ার বড়তোড়িয়ার গোপাল আশ্রম হতে পারে আপনার জন্য এক আদর্শ গন্তব্য। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
2/10

জঙ্গল আর জলাধারের মাঝে লুকিয়ে থাকা এই আশ্রমটি যেন প্রকৃতির আঁচলে জড়ানো এক নিরবধ্য ধ্যানস্থলী। সকালবেলার পাখির কলতান, ঠাণ্ডা বাতাসে গাছের পাতার মৃদু নাড়া, আর সোনালী সূর্যের আলোর ছায়াপথ, এই সবকিছু মিলিয়ে গড়ে উঠেছে এক অনন্য পরিবেশ, যা আপনার মনকে ছুঁয়ে যাবে এক নির্মল প্রশান্তির স্পর্শে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
3/10
এই আশ্রমে সময় কাটানো মানেই নিজেকে একটু নতুন করে খুঁজে পাওয়া। প্রকৃতির সঙ্গে এই নিবিড় যোগাযোগ আপনার ক্লান্ত মনকে করবে তরতাজা ও প্রাণবন্ত। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
4/10
বড়তোড়িয়ার গোপাল আশ্রম শুধু একটা স্থান নয়, এ এক অনুভব। প্রাকৃতিক নিস্তব্ধতা আর আধ্যাত্মিক আবহ একসঙ্গে আপনাকে পৌঁছে দেবে এক অন্যরকম প্রশান্তির জগতে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
5/10
এই আধ্যাত্মিক ধামটির সূচনা হয়, ১৩৬১ বঙ্গাব্দে দুই মহান ভক্ত স্বর্গীয় শ্রীযুক্ত ধনকৃষ্ণ আঢ্য এবং তার সহধর্মিণী স্বর্গীয়া শ্রীমতী রাধিকা বালা আঢ্য। যাদের জীবনে কোনও সন্তান ছিল না, পরম ভক্তি ও নিষ্ঠার সঙ্গে প্রতিষ্ঠা করেন এই আশ্রমটি। তাদের নিঃস্বার্থ ভক্তি ও আত্মত্যাগ আজও এই আশ্রমের আধ্যাত্মিক আবহে জীবন্ত। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
6/10
গোপাল আশ্রমে নেই কোনও বাহ্যিক বিলাসিতা, নেই শহুরে আড়ম্বর। আছে শুধু প্রকৃতির শান্তি, আত্মিক নিস্তব্ধতা এবং শ্রীগোপালের চরণে এক অবিচল ভক্তির ধারা। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
7/10
প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এই আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করলেই যেন হৃদয়ের গভীরে ছড়িয়ে পড়ে এক অজানা শান্তির অনুভব। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
8/10
শ্রী গোপালের বিগ্রহের সামনে বসে কিছুক্ষণ চোখ বন্ধ করলেই, যেন সমস্ত মানসিক ক্লান্তি গলে গিয়ে মিলিয়ে যায় এক অপার্থিব প্রশান্তিতে। আত্মা ফিরে পায় এক নবজাগরণের আলো। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
9/10
প্রকৃতির কোলে একটু নিঃশব্দ বিশ্রাম চাইলে, আজই চলে আসুন এই গোপাল আশ্রমে, যেখানে প্রকৃতি নিজেই আপনাকে বরণ করে নেবে। পুরুলিয়া রেলস্টেশন থেকে মাত্র ৬০ কিলোমিটার এবং আদ্রা রেলস্টেশন থেকে ৩০ কিলোমিটার দূরত্বে অবস্থিত সরবড়ি মোড়। এখান থেকেই বড়তোড়িয়ার গোপাল আশ্রমের পথচলা শুরু। সরবড়ি মোড় থেকে গোপাল আশ্রম পৌঁছাতে সময় লাগে মাত্র ৫ মিনিট। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
10/10
যাত্রাপথে ক্লান্ত হলে চিন্তার কোনো কারণ নেই, সরবড়ি মোড়েই রয়েছে পর্যাপ্ত থাকার ও খাওয়ার সুবন্দোবস্ত। স্বাচ্ছন্দ্যে বিশ্রাম নিয়ে তারপর আপনার গন্তব্য, গোপাল আশ্রমে পৌঁছে যান, যেখানে অপেক্ষা করছে এক অনন্য শান্তি ও আত্মিক প্রশান্তি। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
জঙ্গল আর জলাধারের মাঝে পুরুলিয়ার অন্যরকম গোপাল আশ্রম..., প্রকৃতির কোলে শান্তি খুঁজে পেতে চলে আসুন আজই!