Towel Cleaning Tips: তোয়ালে কাচেন কতদিনে? ভেজা-দুর্গন্ধ-নোংরা তোয়ালে-গামছা থেকে কী রোগ হয় জানেন? এখনই জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Towel Cleaning Tips: বিশেষ করে বর্ষার দিনে ভেজা তোয়ালে দিয়েই চলে স্নানের পর মাথা-গা মোছা। কিন্তু এমন নোংরা তোয়ালে থেকে কী কী রোগ হতে পারে জানেন? জেনে সাবধান হোন।
advertisement
1/10

অনেকেই দিনের পর দিন এক তোয়ালে-গামছা ব্যবহার করেন। বিশেষ করে বর্ষার দিনে ভেজা তোয়ালে দিয়েই চলে স্নানের পর মাথা-গা মোছা। কিন্তু এমন নোংরা তোয়ালে থেকে কী কী রোগ হতে পারে জানেন?
advertisement
2/10
কারণ তোয়ালে যদি নিয়মিত ধোওয়া না হয়, তা হলে ত্বকের নানা সমস্যা হতে পারে। বিশেষ করে বর্ষাকালে এই সমস্যা আরও বাড়ে।
advertisement
3/10
স্নানের পর তোয়ালে দিয়ে গা মোছার সময়, মৃত কোষ ছাড়াও বাতাসের ধুলো-ময়লা এবং জীবাণু তার মধ্যে জমা হয়। দীর্ঘ দিন এই তোয়ালে ব্যবহার করলে ত্বকে সংক্রমণ হতে পারে।
advertisement
4/10
গামছার তুলনায় তোয়ালে মোটা হয়। তাই তা শুকোতেও সময় বেশি লাগে। তোয়ালে ভাল করে না ধুলে, তার মধ্যে জীবাণু বাসা বাঁধতে পারে।
advertisement
5/10
বিশেষ করে বর্ষাকালে ভেজা তোয়ালে থেকে অনেক সময় দাদ বা হাজা পর্যন্ত হতে পারে। মুখে ব্রণ বা ফুস্কুড়ি থাকলে, তোয়ালে বা গামছায় তার ক্ষুদ্র অংশ বিশেষ রয়ে যেতে পারে। তার ফলে তোয়ালের মধ্যে জীবাণুর সংক্রমণ বাড়তে পারে। ফলে তোয়ালেটি না ধুয়ে বেশি দিন ব্যবহার করা উচিত নয়।
advertisement
6/10
কীভাবে তোয়ালে পরিষ্কার করবেন?
advertisement
7/10
পারলে প্রত্যেকে দুটো করে তোয়ালে ব্যবহার করুন। সপ্তাহে ৩ থেকে ৪ দিন পর পর তোয়ালে কেচে দিন। বৃষ্টির দিনে বিশেষ করে।
advertisement
8/10
গরম বা শীতের দিনেও ৫ থেকে ৬ দিন পর পর তোয়ালে গামছা কাচুন।
advertisement
9/10
কাচার সময় গরম জলে ভিজিয়ে রাখুন সাবান দিয়ে, সঙ্গে নুন, সোডা ব্যবহার করতে পারেন সামান্য।
advertisement
10/10
রোদে শুকনোর চেষ্টা করুন। না পারলে, ওয়াশিং মেশিনের ড্রায়ারে শুকিয়ে বাইরে হাওয়ায় মেলে রাখুন, পরে ব্যবহার করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Towel Cleaning Tips: তোয়ালে কাচেন কতদিনে? ভেজা-দুর্গন্ধ-নোংরা তোয়ালে-গামছা থেকে কী রোগ হয় জানেন? এখনই জানুন