Saratchandra Chattopadhya House: এই গরমেও মনোরম পরিবেশ! পর্যটকের সংখ্যা বাড়ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি বিজড়িত সামতাবেরে
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
গরম উপেক্ষা করেই পর্যটকের উপস্থিতি বাড়ছে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত সামতাবেরে, হাওড়ার অন্যতম পর্যটন কেন্দ্র হল দেউলটি সামতাবের
advertisement
1/5

গরম উপেক্ষা করেই পর্যটকের উপস্থিতি বাড়ছে কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত সামতাবেরে।হাওড়ার অন্যতম পর্যটন কেন্দ্র হল দেউলটি সামতাবের।
advertisement
2/5
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত হাওড়ার সামতাবেরের বসত বাড়িটি ২০০৭ সালে হেরিটেজ তকমা পায়। ২০০৭ সাল থেকে তিন বছর বাড়িটি বিভিন্ন কাজ হয়। তারপর প্রায় ১৭ বছর পার হয়েছে, আবারও মেরামত করার প্রয়োজন হয়েছে। চলতি বছরের মার্চ মাসে জেলাশাসক বাড়িতে ঘুরে দেখেন।
advertisement
3/5
রূপনারায়ণ তীরবর্তী এই পর্যটন কেন্দ্রের প্রধান আকর্ষণ সাহিত্যিকের বসত বাড়ি এবং নদীর সৌন্দর্য। লেখকের ব্যবহার্য জিনিস রয়েছে এই বাড়িতে। দিনের নির্দিষ্ট কয়েক ঘন্টা এই সমস্ত জিনিস দেখার সুযোগ মেলে।
advertisement
4/5
সকাল এবং বিকাল দিনে দু'বার মাত্র দু'ঘণ্টা করে দেখার সুযোগ মেলে। শীতকালে সকালে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত। বিকেলে দুপুর ৩.৩০ থেকে ৫:১৫ পর্যন্ত। এবং গরমকালে সকালে ১০ টা থেকে ১২টা এবং বিকেলে ৪-৬ পর্যন্ত দেখার সুযোগ।
advertisement
5/5
সাধারণত গরমে সেভাবে পর্যটক এর উপস্থিতি থাকে না। তবে গত দুই তিন বছর এই গরমেও মানুষজন আসছেন। প্রতিদিন শতাধিক পর্যটক এখানে ভিড় জমাচ্ছে। গরম উপেক্ষা করেও মানুষ আসছেন, দিন দিন পর্যটকের উপস্থিতি বাড়ছে বলেই জানান, গাইড টুবাই পতি। যদিও শীতকালে হাজারো পর্যটক আসেন এখানে
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Saratchandra Chattopadhya House: এই গরমেও মনোরম পরিবেশ! পর্যটকের সংখ্যা বাড়ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্মৃতি বিজড়িত সামতাবেরে