TRENDING:

Tomato Flu: এই ভুলগুলি করছেন না তো? ছোটোখাটো ভুলেই কিন্তু টমেটো ফ্লু হতে পারে! আতঙ্কিত নয়, সতর্ক থাকুন...

Last Updated:
Tomato Flu: টমেটো জ্বর হল এক ধরনের ফ্লু যা ছোট বাচ্চাদের আক্রমণ করে। তবে এর প্রকৃত কারণ জানা যায়নি। অনেক বিশেষজ্ঞ এর পেছনে ডেঙ্গু বা চিকুনগুনিয়াকে কারণ হিসেবে উল্লেখ করছেন।
advertisement
1/7
এই ভুলগুলি করছেন না তো? ছোটোখাটো ভুলেই কিন্তু টমেটো ফ্লু হতে পারে! সতর্ক থাকুন..
করোনা অতিমারীর আতঙ্ক না যেতেই এবার ভয় বাড়াচ্ছে টমেটো ফ্লু। দক্ষিণ ভারতের কেরলের কোল্লাম জেলায় টমেটো জ্বরের প্রকোপ ক্রমশ বাড়তে থাকায় বাড়ছে উদ্বেগ। ৫ বছরের কম বয়সি শিশুরা মূলত এই জ্বরের শিকার হচ্ছে। বর্তমানে এই জ্বরের প্রকৃত কারণ সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া না গেলেও এর প্রকোপ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
advertisement
2/7
এই রোগ যাতে ভয়াবহ আকার ধারণ না করে সেজন্য স্বাস্থ্য দফতর এই রোগ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে। আসুন আমরা টমেটো জ্বর সম্পর্কে বিস্তারিত জানি এবং কীভাবে এটি এড়ানো যায় জেনে নিই সেইসব উপায়গুলিও।
advertisement
3/7
টমেটো জ্বর কি? টমেটোর সঙ্গে সম্পর্কই বা কী?  টমেটো জ্বর হল এক ধরনের ফ্লু যা ছোট বাচ্চাদের আক্রমণ করে। তবে এর প্রকৃত কারণ জানা যায়নি। অনেক বিশেষজ্ঞ এর পেছনে ডেঙ্গু বা চিকুনগুনিয়াকে কারণ হিসেবে উল্লেখ করছেন। এই ধরনের ফ্লুতে শিশুদের ত্বকে লাল ফোসকা দেখা যায়, কখনও কখনও তারা টমেটোর আকারে দেখা দিতে শুরু করে। এই কারণেই একে টমেটো জ্বর বলা হয়।
advertisement
4/7
যদিও এই রোগটি মূলত কেরলে ছড়িয়েছে। তবে দেশের স্বাস্থ্যমন্ত্রক বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। অন্যান্য রাজ্যগুলিকেও সতর্ক হতে হবে বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।
advertisement
5/7
জেনে নিন কোন ভুলগুলি ডেকে আনতে পারে টমেটো ফ্লু : টমেটো ফ্লু একটি ছোঁয়াচে রোগ যা স্পর্শের মাধ্যমে ছড়ায়। তাই আপনার আশেপাশে এই রোগে আক্রান্ত কেউ থাকলে তাঁর থেকে দূরত্ব বজায় রাখুন এবং বিশেষ করে শিশুদের রোগীর কাছাকাছি আসতে দেবেন না। এই ভুল আপনার সন্তানকে অনেক মূল্য দিতে পারে।
advertisement
6/7
টমেটো জ্বরের লক্ষণগুলি জানুন ও দেখলেই চিকিৎসকের পরামর্শ নিন অবিলম্বে : - ত্বকে লাল ফোসকা - ত্বকে জ্বালাপোড়া - জয়েন্ট পেইন - নাক দিয়ে জল পড়া - মাত্রাতিরিক্ত জ্বর - পেট ব্যথা - বমি - কাশি - শরীর ব্যাথ্যা - হাঁচি - ডায়রিয়া - ক্লান্তি
advertisement
7/7
কী ভাবে টমেটো জ্বর এড়ানো যায়? আপনার বাড়ির ভিতরে এবং চারপাশে পরিচ্ছন্নতা বজায় রাখুন -শিশুর শরীরে লাল ফুসকুড়ি দেখা দিলে তাতে আঁচড় দেওয়া বন্ধ করুন। আপনার সুস্থ বাচ্চাদের সংক্রামিত রোগী থেকে দূরে রাখুন এবং তাদের জিনিস ব্যবহার করা এড়িয়ে চলুন - গ্রীষ্মকালে শরীরে জলের অভাব যেন না হয়। ফলের রস পান করতে থাকুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tomato Flu: এই ভুলগুলি করছেন না তো? ছোটোখাটো ভুলেই কিন্তু টমেটো ফ্লু হতে পারে! আতঙ্কিত নয়, সতর্ক থাকুন...
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল