Tok Dal Side Effects: কাঠফাটা গরমেও টক ডাল ভুলেও মুখে দেবেন না এঁরা! কাদের পেট ঝাঁঝরা হবে এই ডাল খেলেই? জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Tok Dal Side Effects:হজমে সহায়ক, মুখের স্বাদ ফিরিয়ে আনা-সহ একাধিক উপকারিতা এনে দেয় এই ডালের রেসিপি৷ তবে জেনে নিন এই ডালের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও৷ জানুন কারা এই ডাল একদমই খাবেন না৷
advertisement
1/6

ভাতের পাতে টক ডাল ছাড়া বাঙালির গরমকাল অসম্পূর্ণ৷ সরষে ফোড়নে মুসুর বা মটর ডালের সঙ্গে কাঁচা আমের সঙ্গতে তৈরি হয় সুস্বাদু টক ডাল৷ গরমকালে খেলে প্রাণ যেন জুড়িয়ে যায়৷ স্বাদের পাশাপাশি এই ডালের গুণও প্রচুর৷
advertisement
2/6
হজমে সহায়ক, মুখের স্বাদ ফিরিয়ে আনা-সহ একাধিক উপকারিতা এনে দেয় এই ডালের রেসিপি৷ তবে জেনে নিন এই ডালের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও৷ জানুন কারা এই ডাল একদমই খাবেন না৷ বলছেন আয়ুর্বেদিক বিশেষজ্ঞ দীক্ষা ভাভসর৷
advertisement
3/6
কাঁচা আম থেকে যাঁদের অ্যালার্জি আছে, তাঁরা এই ডাল যতটা সম্ভব এড়িয়ে চলুন৷
advertisement
4/6
যাঁদের পেটে আলসার, গ্যাস্ট্রিক সমস্যা বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা আছে, তাঁদের কাঁচা আম খাওয়া উচিত নয়৷
advertisement
5/6
অতিরিক্ত অ্যাসিডিটির প্রবণতা আছে, তাঁরাও কাঁচা আম দেওয়া টক ডাল কম রাখুন ডায়েটে৷
advertisement
6/6
ডায়াবেটিস বা ব্লাড সুগারের সমস্যা থাকলে টক ডালে বেশি চিনি দেবেন না৷ কাঁচা আমও তাঁরা কম পরিমাণে খান৷ ডাক্তারের পরামর্শ নিয়ে ডায়েটে রাখুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Tok Dal Side Effects: কাঠফাটা গরমেও টক ডাল ভুলেও মুখে দেবেন না এঁরা! কাদের পেট ঝাঁঝরা হবে এই ডাল খেলেই? জানুন