Toilet: টয়লেটের হ্যান্ড জেট স্প্রে থেকে টপটপ জল পড়ছে? ছিদ্র বন্ধ? মিস্ত্রি ডাকতে হবে না, ৩ সহজ টিপসেই হবে ঝটপট সমাধান
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
How to fix leaking toilet jet spray: কখনও দেখা যায় জেট স্প্রে থেকে টপটপ জল পড়ছে। হ্যান্ড জেট স্প্রে থেকে জল পড়া বন্ধ হচ্ছে না। আবার কখনও খুব ধীর গতিতে জল পড়ছে।
advertisement
1/9

বর্তমানে টয়লেটের অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস হল হ্যান্ড জেট স্প্রে৷ বেশিরভাগ বাড়ির টয়লেটেই রয়েছে জেট স্প্রে৷ কমোডের পাশে থাকা জেট স্প্রেতে অনেক সময় বিভিন্ন ধরণের সমস্যা হয়।
advertisement
2/9
কখনও দেখা যায় জেট স্প্রে থেকে টপটপ জল পড়ছে। হ্যান্ড জেট স্প্রে থেকে জল পড়া বন্ধ হচ্ছে না। আবার কখনও খুব ধীর গতিতে জল পড়ছে।
advertisement
3/9
আবার জল অনেক সময় দেখা যায় টয়লেটের হ্যান্ড জেট স্প্রেটি ফুটো হয়ে যায়। এই ধরণের সমস্যার ক্ষেত্রে জেট স্প্রেটি ব্যবহারে সমস্যা দেখা যায়। আবার জলের অপচয়ও হয়।
advertisement
4/9
কিন্তু জানেন কী জেট স্প্রে-র এই ধরণের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য মিস্ত্রি ডাকার প্রয়োজন নেই। বাড়িতেই ছোট্ট কয়েকটি টিপস মেনে নিজেই সারিয়ে নিতে পারবেন।
advertisement
5/9
টয়লেট হ্যান্ড জেট স্প্রে সদ্য নতুন লাগানোর পর থেকেই শুরু হয়েছে জল পড়া? এক্ষেত্রে বড় সম্ভাবনা হল জেট স্প্রের সামগ্রীগুলি সস্তা পড়েছে। তবে চিন্তা নেই, টপ টপ জল পড়া বন্ধ করার সহজ হ্যাক রয়েছে।
advertisement
6/9
যে জায়গা থেকে জল পড়ছে সেখানে পলিথিন বা প্লাস্টিকের ছোট্ট গোলা বানিয়ে যেখান থেকে লিক করছে, সেখানে বেঁধে দিন। যদি জেট স্প্রের পাইপ থেকে জল পড়ে, তাহলে পাইপে কাপড় বেঁধে দিন।
advertisement
7/9
অনেক সময় দেখা যায়, জেট স্প্রের সব ছিদ্র থেকে জল বের হচ্ছে না। বেশ কয়েকটি ছিদ্র বন্ধ হয়ে যায়। এর ফলে ব্যবহারের সমস্যা দেখা দেয়।
advertisement
8/9
এই সমস্যার ক্ষেত্রে কাজে লাগাতে পারেন সেফটি পিন। জেট স্প্রের বন্ধ ছিদ্রগুলিকে পিন দিয়ে বন্ধ ছিদ্রগুলি খুলে দিন। আবার আগেই মতোই জল পড়বে।
advertisement
9/9
অনেক সময় হ্যান্ড জেট স্প্রে-থেকে জল পড়তে পারে। এক্ষেত্রে জেট স্প্রে ঠিক আছে, আপনাকে শুধু ট্যাপ সংযোগ বন্ধ রাখতে হবে। অর্থাত্ জেট স্প্রেটি যখনই ব্যবহার করবেন তখনই কলটি খুলুন। নাহলে সারাদিন ফোঁটা ফোঁটা জল পড়তে থাকবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Toilet: টয়লেটের হ্যান্ড জেট স্প্রে থেকে টপটপ জল পড়ছে? ছিদ্র বন্ধ? মিস্ত্রি ডাকতে হবে না, ৩ সহজ টিপসেই হবে ঝটপট সমাধান