TRENDING:

বৃষ্টিতে মশার 'পিন পিন'-এ অতিষ্ঠ? এই ৫ গাছ বাড়িতে রাখুন, সব মশা পালাবে!

Last Updated:
Mosquito Repellant Tips: বৃষ্টির দিনে মশা রুখতে ঘরেই ফলাও এই ৫টি গাছ, দেখুন জাদু! বর্ষার মরসুম মানেই জল জমা, মশার উপদ্রব আর সঙ্গে জ্বর-ডায়রিয়া-ডেঙ্গু-ম্যালেরিয়ার মত অসুখ।
advertisement
1/8
বৃষ্টিতে মশার 'পিন পিন'-এ অতিষ্ঠ? এই ৫ গাছ বাড়িতে রাখুন, সব মশা পালাবে!
বৃষ্টির দিনে মশা রুখতে ঘরেই ফলাও এই ৫টি গাছ, দেখুন জাদু! বর্ষার মরসুম মানেই জল জমা, মশার উপদ্রব আর সঙ্গে জ্বর-ডায়রিয়া-ডেঙ্গু-ম্যালেরিয়ার মত অসুখ। এই সমস্যার হাত থেকে মুক্তি পেতে ঘরেই চাষ করতে পারেন কয়েকটি বিশেষ গাছ।
advertisement
2/8
চতুর্থী শম্ভাজীনগরের উদ্ভিদ বিশেষজ্ঞ হর্ষবর্ধন কারনিক জানাচ্ছেন—মাত্র ৫টি গাছ যদি আপনি বাড়িতে রাখেন, তাহলে মশা আপনার বাড়ির ধারেও ঘেঁষবে না। শুধু মশাই নয়, নানা অসুখ থেকেও মিলবে মুক্তি। চলুন জেনে নেওয়া যাক সেই গাছগুলির নাম।
advertisement
3/8
🌿 তুলসী: তুলসী আমাদের ঘরের প্রায় প্রতিটি কোণেই থাকে। ধর্মীয় ও আয়ুর্বেদিক দিক থেকেও এর গুরুত্ব অপরিসীম। কিন্তু জানেন কি? এর গন্ধে মশারা দূরে থাকে। তাই ঘরের জানালার ধারে কিংবা বারান্দায় তুলসীর গাছ রাখলে উপকার পাবেন।
advertisement
4/8
🌱 পুদিনা: পুদিনা আমরা সাধারণত রান্নাঘরেই ব্যবহার করি। কিন্তু এই পাতার ঝাঁঝালো গন্ধ মশাদের একেবারে সহ্য হয় না। ঘরের এক কোণে একটা পুদিনা গাছ রাখলেই কাজ হবে।
advertisement
5/8
🍋 লেমনগ্রাস: লেমনগ্রাস শরীরের পক্ষেও উপকারী। এর পাতা ছিঁড়ে ঘরের চারপাশে ছড়িয়ে দিলে মশারা আর আসবে না। চায়ের সঙ্গে ব্যবহার তো আছেই, সঙ্গে উপকারে লাগবে মশা তাড়াতে।
advertisement
6/8
🌼 গাঁদা ফুল (জেন্ডু): গাঁদার গন্ধেও মশারা একেবারে কাবু! অনেকেই বাড়ির উঠোনে বা বারান্দায় গাঁদার গাছ লাগান। কিন্তু চাইলে আপনি এটিকে ঘরের ভেতরেও রাখতে পারেন। এই গন্ধে মশারা আর আসে না।
advertisement
7/8
🌾 সিট্রোনেলা: এই গাছটিকে বলা হয় প্রাকৃতিক মশানাশক। সিট্রোনেলা গাছ বাড়িতে রাখলেই মশারা ঘেঁষতে চায় না। বর্ষার অসুখ থেকে বাঁচতে তাই এই গাছ রাখতেই পারেন ঘরের কোণে।
advertisement
8/8
মশা মারার কেমিক্যাল নয়, এবার বর্ষায় ঘরেই ফলান আয়ুর্বেদিক ও প্রাকৃতিক প্রতিরোধক গাছ। অল্প যত্নে এই গাছগুলি শুধু মশা দূরে রাখে না, শরীরকেও রাখে সুস্থ।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
বৃষ্টিতে মশার 'পিন পিন'-এ অতিষ্ঠ? এই ৫ গাছ বাড়িতে রাখুন, সব মশা পালাবে!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল