Air Conditioning Machine : এই নিয়মগুলি মানলেই এসি মেশিন বহু দিন চলবে, বিদ্যুতের বিল-ও উঠবে কম
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Air Conditioning Machine : বাতানুকূল যন্ত্রও অনেক দিন কর্মক্ষম থাকবে৷ বিদ্যুতের বিলও বেশি উঠবে না
advertisement
1/5

যতই কয়েক পশলা প্রাক বর্ষার বৃষ্টি হোক না কেন, জ্যৈষ্ঠের ভ্যাপসা গরম থেকে এখনই রেহাই নেই৷ তাই ভরসা রাখতে হবে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্রের উপর৷ তবে অন্যান্য বৈদ্যুতিন যন্ত্রের মতো বাতানুকূল যন্ত্রেরও যত্ন প্রয়োজন৷ তাহলে অনেক দিন কর্মক্ষম থাকবে৷ বিদ্যুতের বিলও বেশি উঠবে না৷
advertisement
2/5
পাঁচতারা রেটিং আছে, এমন এসি মেশিন কিনুন৷ তাতে বিদ্যুতের সাশ্রয় হবে৷ আবার যন্ত্রে ব্যবহৃত সামগ্রিক বৈদ্যুতিক সরঞ্জামের উপরও চাপ কম পড়বে৷ এর ফলে কম থাকে ক্ষতির আশঙ্কা৷
advertisement
3/5
বাড়িতে কটা এসি মেশিন ব্যবহার করছেন, তার জন্য বিদ্যুৎ দফতর থেকে উপযুক্ত অনুমতি নিন৷ না হলে হিসেব বহির্ভূত এসি এবং অন্য বৈদ্যুতিন সরঞ্জামের জেরে এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিতে পারে৷
advertisement
4/5
এসি-র জন্য নিয়মিত দেখভাল করতে হবে বাড়ির ওয়্যারিং-এরও৷ ওয়্যারিং-এর তারের মেয়াদ নির্ধারিত থাকে ১০ থেকে ১২ বছর পর্যন্ত৷ সময়মতো সেই তার না বদলালে শীতাতপ যন্ত্র, ইন্ডাকশন, মাইক্রোওয়েভের মতো যন্ত্র ব্যবহারের সময় বিকল হয়ে যেতে পারে৷
advertisement
5/5
যখন এসি চলছে, সে সময় ইন্ডাকশন, গিজার, মাইক্রোওয়েভ ব্যবহার না করাই ভাল৷ যখন এসি চলবে বার বার ঘরের দরজা খুলবেন না৷ সিলিং উঁচু হলে বা ঘরে ঘুলঘুলি থাকলে তামার কয়েল না হলে ঘর ঠান্ডা করতে বেশি সময় লাগে এসি-র৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Air Conditioning Machine : এই নিয়মগুলি মানলেই এসি মেশিন বহু দিন চলবে, বিদ্যুতের বিল-ও উঠবে কম